Parineeti Chopra: অবশেষে নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti)। আর সবথেকে মজাদার বিষয় হলো তার সেই টকশো’তে প্রথম অতিথি হিসেবে হাজির হয়েছেন তার স্বামী তথা নামকরা রাজনৈতিক ব্যক্তিত্ব রাঘব চাড্ডা। তারই কিছু ঝলক তুলে ধরেছেন তিনি।
ভিডিও শুরুতেই তাকে বলতে শোনা যায়, ‘সবকিছু সাজানো- গোছানো কারণ আজ আমাদের প্রধান অতিথি হিসেবে হাজির হয়েছেন রাঘব চাড্ডা।’ শুরুতেই রাঘব বলেন, ‘তুমি তোমার প্রশ্ন শুরু করো। আমি তৈরি।’ শোনার পর পরিণীতি বলেন, ‘কতবার চা বানিয়েছো?’ পরিণীতির একের পর এক গুগলি প্রশ্নে নাজেহাল হয়ে যান রাঘব।
আরও পড়ুন,
Akshay Kumar: সাইবার দুনিয়ায় হেনস্থার শিকার অক্ষয়ের মেয়ে নিতারা! নগ্ন ছবি চেয়ে মেসেজ
শেষে অভিনেত্রী এও বলেন, ‘ছেলেরা প্রেম করার সময় কত রঙীন স্বপ্ন দেখায়, তবে বিয়ে করার পর সমস্ত কিছু ভুলে যায়।’ হাসিমুখে রাঘব বলেন, ‘নেতারা এমনই হয়।’ সবমিলিয়ে বলতে গেলে তিনি যতই গম্ভীর ব্যক্তিত্বের মানুষ হোন না কেন স্ত্রীর সাথে বেশ বন্ধুত্বপূর্ণভাবেই মিশতে দেখা যায় তাকে।
আরও পড়ুন,
১৪ বছর পর ফের ভারতে ফিরতে চলেছেন বিশ্বকাপজয়ী এলএম টেন, কলকাতায় কী কী কর্মসূচি রয়েছে তার? জানুন
আর ভিডিওটি পোস্ট করে পরিণীতি লিখেছেন, ‘আমার অস্তিত্বহীন পডকাস্ট ওরফে ফেক টক শো’তে স্বাগতম, যেখানে আজকের বিশেষ অতিথি আর কেউ নন, আমার স্বামী মিঃ রাঘব চাড্ডা! আমার কি এটা নিয়মিত করা উচিত? আর সত্যি করে বলুন স্যার রাঘব কি সেরা নন?’
যদিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে তার ইউটিউব চ্যানেলে যেতে বলেছেন। অন্যদিকে তার এই ভিডিও পোস্ট করার পর বিশেষ মজা পেয়েছেন নেটিজেনরা। এমনকি তার মাকেও মন্তব্য করতে দেখা গিয়েছে। আসলে তার এই গর্ভাবস্থাকালীন সময়টা ভীষণভাবে আনন্দ করছেন অভিনেত্রী।