kmc 20240819 171725 sfUyHlKL17

দীর্ঘ চার বছর পেরিয়ে গিয়েছে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর। তাকে অনেকেই মনে না রাখলেও তার দিদি শ্বেতা সিং কীর্তি ভাইকে মনে রেখেছেন। চার বছর ধরে ভাইয়ের স্মৃতি আগলে রয়েছেন তিনি। এদিন রাখী বন্ধন উপলক্ষে ভাইকে নিয়ে আবেগঘন পোস্ট করতে দেখা গেলো তাকে। ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করে সেখানে তিনি সুশান্তকে নিয়ে আবেগঘন হয়ে উঠলেন।

ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওতে সুশান্তকে বলতে শোনা যাচ্ছে, “একজন ভাল শিল্পী হয়ে ওঠা কঠিন কাজ। তবে তার চেয়েও কঠিন কাজ একজন ভাল মানুষ হওয়া। আমি দুটোই হতে চাই।” একটি পডকাস্টে শ্বেতাকে বলতে দেখা যায়, “ও শুধুই একজন ভাল শিল্পীই ছিল না। ও ভিতর থেকেও ভাল মানুষ ছিল। ও খুবই বুদ্ধিমান ছিল। ও যে ধরনের পোস্ট করত, তার থেকেই বোঝা যায় ও কতটা বুদ্ধিমান।”

আর এই ভিডিওটি ক্যাপশনে লেখেন, “রাখিবন্ধনের শুভেচ্ছা আমার আদরের ভাইকে। আশা করি, তুমি সব সময় ভাল আছ এবং ঈশ্বরের কাছে সুরক্ষিত আছ।” সুশান্তের মৃত্যুর চার বছর কেটে গিয়েছে। অনেকেই বলেন অভিনেতা আত্মহত্যা করেছেন। কিন্তু অভিনেতার পরিবারের তেমন দাবি নয়। তারা মনে করছেন এটি আত্মহত্যা নয়।

1724053512 sushant inside2 6VfrGFvO7e

আর এই কারণে তারা আইনের দারস্থ হন এবং এই মৃত্যুর তদন্ত শুরু করে সিবিআই। কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি বলে জানান শ্বেতা। যদিও এই ঘটনার জেরে গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে। শেষে এই ঘটনায় মাদক দ্রব্যের যোগও উঠে আসে। এই অভিযোগে রিয়াকে আটক করে পুলিশ। পরে যদিও তিনি জামিন পান।

আরও পড়ুন,
*বিনোদন জগতে নক্ষেত্র পতন! প্রয়াত উৎপলেন্দু চক্রবর্তী