রাজনৈতিক স্বার্থ! দলের মধ্যে কোন বিষয়ে দ্বিমত হওয়া উচিৎ নয়? জানালেন অভিনেতা দেব

20240819 232116 GYaRzim88g

আর.জি কর কাণ্ড নিয়ে রাজনৈতিক স্বার্থ না দেখানোর অনুরোধ করলে অভিনেতা দেব! গত কয়েকদিন ধরে এই ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ। দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে বিদেশেও। তবে এমন অনেকে রয়েছেন এই ঘটনায় রাজনৈতিক রঙ চড়িয়েছেন। সেই বিষয়েই মুখ খুলতে দেখা গেল অভিনেতাকে।

নারী নির্যাতন প্রসঙ্গ উঠতে দেব বলেন, ‘আমাদের সব থেকে বেশি জরুরী হচ্ছে এই ধর্ষণটা বন্ধ করা। তার জন্য ফাঁসি দাও। একটা ফাঁসির উদাহরণ, শুধরে যাবে। আমার মনে হয় না এটার মধ্যে কোনও দ্বিমত থাকা উচিত। কোন রাজনৈতিক দলের মধ্যে। তবে বিষয়টা যেভাবে এগোচ্ছে, সত্যি এটা দুঃখজনক ব্যাপার।’

তবে শুধু তিনি এই বিষয়ে কথা বলেননি তার পাশে থাকা রুক্মিনী মৈত্র বলেন, ‘’সোশ্যাল মিডিয়ায় একটা ছোট্ট পোস্ট দেখেছিলাম। ‘যদি একটাদিন পৃথিবীতে কোনও ছেলে না থাকতো তুমি মেয়ে হয়ে কী করতে?’ প্রতিটা মেয়ে একযোগে বলেছিল, ‘আমরা যে কোনও সময় রাস্তায় বেরোতাম, যা ইচ্ছে তাই পরে।’ অন্তত আমি রাস্তায় বেরোতাম যে কোনও সময়। যেটা ওরা করতে পারে আমরা পারি না। প্রতিটা মেয়ে। এটা কেন হবে?’

এরপর দেবকে প্রশ্ন করা হয় রাজনৈতিক দলের ভূমিকার প্রসঙ্গে। যার উত্তরে তিনি বলেন ‘এই যে কোনও ভারতীয় ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক স্বার্থ, লাভ অর্থাৎ একটা ঘটনাকে কেন্দ্র করে আমি কতটা লাভ করতে পারলাম। কেউ ভাবছে না কোন মেয়েটা কোন ছেলেটা!’

আরও পড়ুন,
*আর জি কর কাণ্ডে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি ৭০ জনের বেশি পদ্ম পুরস্কারপ্রাপ্ত চিকিৎসকদের

‘এখন প্রতিটা রাজনৈতিক দলকে তাদের নিজস্ব এজেন্ডাকে সরিয়ে রেখে এই ধর্ষণ বিষয়টাকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। তখন পশ্চিমবঙ্গে দিদি আছে না দাদা আছে সেটা নিয়ে আলোচনা হবে না কিন্তু। তখন প্রত্যেকটা ভারতবাসীর কাছে এটা লজ্জা।’

আরও পড়ুন,
*শুনে হেসে ফেললেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়! এমন কী কথা হল আরজি কর নিয়ে?