সর্দিকাশিতে ভুগেও আরিয়ান খানের ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ দেখে মুগ্ধ শশী থরুর। সিরিজ়ের সাহসী উপস্থাপনা ও তীক্ষ্ণ ব্যঙ্গের প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি।
সর্দিকাশিতে আক্রান্ত হয়েও মন ছাড়েননি সংস্কৃতিমনস্ক কংগ্রেস নেতা শশী থরুর। কাজ থেকে ছুটি নিয়ে ওটিটি-তে সময় কাটাতে গিয়ে মুগ্ধ হলেন শাহরুখপুত্র আরিয়ান খানের পরিচালনায় তৈরি সিরিজ় ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ দেখে।

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে থরুর লেখেন, “সর্দিকাশিতে ভুগছি, তাই দু’দিনের ছুটি নিয়েছি। ওটিটি-তে আজ পর্যন্ত যা দেখেছি, তার মধ্যে এই সিরিজ় একেবারে সোনা!”
আরিয়ানের পরিচালনায় তৈরি এই সিরিজ়ে ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল ও অন্যা সিংহ অভিনয় করেছেন। শশী লেখেন, “সিরিজ়টির সঙ্গে বোঝাপড়া তৈরি হতে সময় লাগে, কিন্তু একবার পছন্দ হলে ছাড়া যায় না। কী ক্ষুরধার লেখনি, নির্ভীক পরিচালনা! বিদ্রুপের সাহসিক উপস্থাপনাই বলিউডের প্রয়োজন।”
শাহরুখকে ট্যাগ করে থরুর আরও লেখেন, “একজন বাবা হিসেবে আর এক বাবাকে বলছি, আপনি নিশ্চয়ই খুব গর্বিত!”
সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এর ব্যঙ্গ ও সাহসী উপস্থাপনা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বিনোদন
দেবশ্রী রায়কে অপমান, পোষ্য নিয়ে বিতর্কে তীব্র ক্ষোভ
#ShashiTharoor #AryanKhan #TheBadsOfBollywood #ShahRukhKhan #OTTSeries #BollywoodNews #IndianPolitics #EntertainmentNews
