নিউ ইয়র্ক থেকে ভারতে এসে নিজের প্রযোজিত ছবির প্রথম প্রদর্শন করলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। এই অনুষ্ঠানে হাজির হওয়ার পর প্রিয়াঙ্কার সাজ নজর কেড়েছে সকলের। একেবারে অন্যরকম সাজে নিজেকে ধরা দিয়েছেন তিনি। তেমনই সকলকে করেছেন মুগ্ধ। অনুগামীদের মধ্যে মুগ্ধতার আবেশ ছড়িয়ে দিলেন তিনি। এই অনুষ্ঠানে প্রিয়াঙ্কার সাজকে অপ্সরার সঙ্গে তুলনা করলেও কম কিছু নয়।
মুম্বাইয়ে নিজের প্রযোজিত ছবি ‘পানি’-র প্রথম প্রদর্শন উপলক্ষে নিউ ইয়র্ক থেকে ভারতে উড়ে এলেন নায়িকা। সেখানে প্রিয়াঙ্কার পোশাক ও সাজ দেখে মুগ্ধ হয়েছেন সকলে। বলিউডের ফ্যাশন সমালোচকদের কথায়, চাঁদ মাটিতে নেমে এসেছে। প্রিয়াঙ্কার সাজে ছিল যেমন নতুনত্ব তেমনি মুগ্ধতা। অনুগামীদের মধ্যেও সেই মুগ্ধতার আবেশ ছড়িয়ে দিয়েছেন তিনি।
মুম্বাইয়ে ‘পানি’ ছবির প্রথম প্রদর্শনে আয়োজন করা হয়েছিল রেড কার্পেটের। সেই অনুষ্ঠানে প্রিয়াঙ্কা হাজির হলেন তরুণ তেহলানির নকশা করা পোশাকে। সেই পোশাকে প্রিয়াঙ্কা হয়ে উঠলেন অপ্সরা। তার পরনে এদিন ছিল আধা স্বচ্ছ সাদা রঙের ড্রেপড স্কার্ট। পোশাকটি ড্রেপ করা হয়েছে ভারতীয় ভাস্কর্যে দেখা অপ্সরার পোশাকের আদলে।
পোশাকে দেখা যাচ্ছে অজস্র ছোটো ছোটো উজ্জ্বল রুপোলী বিড বসানো। পোশাকটি হঠাৎ দেখলে মনে হয় আকাশ থেকে এক গুচ্ছ তারা খসে পড়েছে। তার আবছায়ায় প্রিয়াঙ্কা নিজেকে বেষ্টন করেছেন। এর পাশাপাশি উপরে তিনি পরেছেন করসেট ব্লাউজ। সেটিও আধা স্বচ্ছ সাদা রঙের পেশাক। তাতে রয়েছে মুক্ত, জরি ও বিডসের কাজ করা।
এমন পোশাকের সঙ্গে চুল সুন্দর করে বেঁধেছেন তিনি। মুখে মানানসই হালকা মেকাপ। সঙ্গে এক হাতে রয়েছে দু’টি সরু চুড়ি এবং আরেকটি হাত কালি রেখেছেন তিনি৷ পোশাকের সঙ্গে গলায় কিছু পরেননি। তাতেই যেনো একেবারে মোহময়ী হয়ে উঠেছেন দেশি গার্ল।