Projapati 2: বাবারা বাঁচে ভালো রাখতে, ভালো থাকতে নয়! মুক্তি পেলো প্রজাপতি ২ এর টিজার

Dev-Projapati 2: মুক্তি পেলো দেব (Dev) ও মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) আগামী সিনেমা ‘প্রজাপতি ২’এর টিজার। যার শুরুতেই দেবকে বলতে শোনা যায়, ‘জীবনে দুটো জিনিস নিয়ে কখনো আপোষ করি না। এক রান্নার সুযোগ পেলে কখনো ছাড়ি না। আর দুই বাবা-মায়ের কষ্ট দেখলে চুপ করে বসে থাকি না।’

সিনেমায় মূলত দেব একজন সিঙ্গেল বাবা। যে তার মেয়েকে একা হাতে মানুষ করে। তবে পরিবারের তরফ থেকে তাকে বারবার বিয়ে করার কথা বলা হয়। কিন্তু তার একটাই মত বাচ্চাদের যদি মা, মাসি, পিসিরা মানুষ করতে পারে তাহলে বাবা কেন পারবে না?

শেষ পর্যন্ত তাকে কী কী ঝড় ও টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয় সেই নিয়ে এগিয়েছে গল্প। এক কথায় বলতে গেলে সিনেমায় এটাই বোঝানো হয়েছে বাবারা কখনো নিজেদের ভালো থাকার জন্য বাঁচে না বরং সবাইকে ভালো রাখার জন্য বাঁচে। সিনেমার বেশিরভাগ অংশই শ্যুট হয়েছে বিদেশে।

অভিনয় করেছেন দেব, মিঠুন চক্রবর্তী, ইধিকা পাল, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক প্রমুখ। ২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘প্রজাপতি’। তাকে এতোটাই ভালোবাসা দিয়েছিলেন দর্শকেরা যে ‘প্রজাপতি ২’ নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক অভিজিৎ সেন।

জানা গিয়েছে, বড়োদিনে মুক্তি পাবে সিনেমাটি। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ গাঙ্গুলী। টিজার দেখার পর বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছেন দর্শকেরা। তাদের মতে অন্যরকম একটি বিষয় তুলে ধরতে চলেছেন পরিচালক। মা ছাড়াও যে সন্তান মানুষ হতে পারে সেই বার্তাই তুলে ধরা হবে সিনেমার মাধ্যমে।

#Projapati2 #Dev #Mitun

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক