নতুন বছরে পা দিয়েছে ছেলে, আর তাতে বাবার খুশির অন্ত নেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ গানের তালে নাচ করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তার ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। আটের দশকের সুপারহিট গানের তালে নেচে উঠলেন বাবা ও ছেলে। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সকলের মন জয় করে নিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার ছেলে ধীরে ধীরে বড় হয়ে উঠছে। গতবছর সে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। কোদাইকানাল ইন্টারন্যাশনাল স্কুল থেকে গ্র্যাজুয়েট হয়েছে সে। তাই তার জন্মদিনে সেই সেলিব্রেশন যেনো আরও জোরদার হলো। নাচের ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, “বাপকা বেটা”।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায়ের একমাত্র ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। তার ডাকনাম মিশুক। তার জন্মদিনে ছিল এলাহি আয়োজন। পুরোনো দিনের গানের তালে নাচলেন বাবা ও ছেলে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেছেন প্রসেনজিৎ। ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, “শুভ জন্মদিন মিশুক। আমি জানি তুই বড় হয়ে যাচ্ছিস। কিন্তু আমার কাছে সবসময় আমার ছোট্ট বাচ্চাই থাকবি। তোর জন্য খুব খুব গর্ব বোধ করি। অনেক ভালোবাসা আর আশীর্বাদ”।
বাবার মতই সুন্দর ও হ্যান্ডসাম হয়েছে তৃষাণজিৎ। প্রথমে নাকি তার অভিনয়ে আসার ইচ্ছে ছিল না। তার প্রিয় ছিল ফুটবল। কিন্তু সময়ে সঙ্গে সঙ্গে তার ইচ্ছে পাল্টেছে। বিদেশে পড়াকালীন সে নাটকে অভিনয় করেছে। এবার কী তবে সিনেমার পর্দায় তাকে দেখা সময়ের অপেক্ষা?