পাঞ্জাবের বন্যার্তদের পাশে ভাইজান ও তার সংস্থা ‘বিইং হিউম্যান’, পৌঁছে দিলেন একাধিক ত্রাণসামগ্রী

বলিউডের ভাইজান সালমান খান হলেও, তিনি যে সাধারণ মানুষেরও ভাইজান তারই প্রমাণ দিলেন আরও একবার। পাঞ্জাবের বন্যাকবলিত অঞ্চলে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলেন তিনি। তার সংস্থা ‘বিইং হিউম্যান’ সবসময় মানবসেবায় নিয়োজিত থেকেছে। ফের এবারও তার নিদর্শন দেখতে পাওয়া গেলো। তবে শুধু এবার নয়, এর আগেও বহুবার সালমানকে এভাবে সাধারণ মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তে দেখা গিয়েছে।

গত ৩৭ বছরে এই প্রথমবার ভয়ানক বন্যা দেখল পাঞ্জাব। রাজ্যের আপ সরকার থেকে কেন্দ্র সরকার সকলেই চেষ্টা করে চলেছে পাঞ্জাবকে রক্ষা করতে। পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গিয়েছে। এর পাশাপাশি মৃত্যুর সংখ্যা ক্রমে বেড়ে চলেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে পাঞ্জাবকে ‘বিপর্যস্ত রাজ্য’ হিসেবে ঘোষণা করেছে আপ সরকার। তবে পাঞ্জাবকে রক্ষা করতে রাজ্যের একাধিক টিম ও কেন্দ্রের আর্মি, নেভি ও বায়ুসেনার তরফে কাজ চালানো হচ্ছে প্রতিনিয়ত।

আরও পড়ুন,
‘দোলনা বিছানা’য় ঘনিষ্ঠ আবীর চট্টোপাধ্যায়-মিমি চক্রবর্তী!

এসবের মাঝে সালমান খান বিপর্যস্ত পাঞ্জাবকে বাঁচাতে এগিয়ে এসেছেন। জানা যাচ্ছে, পাঞ্জাবে সালমানের সংস্থা ‘বিইং হিউম্যান’-এর তরফে ত্রাণসামগ্রী পৌঁছোনোর পাশাপাশি সালমানের তরফে পাঠানে হয়েছে পাঁচটি নৌকা। এই নৌকার সাহায্যে বন্যা কবলিত অঞ্চলের মানুষদের উদ্ধার কাজ চালানো হবে। এর পাশাপাশি তিনটি নৌকার মাধ্যমে বিভিন্ন বন্যা কবলিত অঞ্চলে ঘুরে ঘুরে ওষুধ, খাবারের মতন জরুরি জিনিস বিলি করা হচ্ছে।

আরও পড়ুন,
‘জেন-জি’-র রোষের কাছে নতিস্বীকার, পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি

বাকি দু’টি নৌকাকে উদ্ধারকাজের জন্য লাগানো হয়েছে। এর পাশাপাশি সালমানের সংস্থার সদস্যরা তরফে বন্যা কবলিত মানুষকে উদ্ধার করছে। সালমানের ‘বিইং হিউম্যান’ সংস্থা দেশের বহু দুস্থদের পড়াশোনা, চিকিৎসার দায়িত্ব নিয়েছে। জানা যাচ্ছে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সলমন খানের ফাউন্ডেশন বন্যাকবলিত সীমান্তবর্তী গ্রামগুলিকে দত্তক নেওয়ার কথা ভেবেছেন।

error: Content is protected !!