পান্তাভাত খেয়ে রঘু ডাকাতের প্রচার! পরিচালকের গোপন রহস্য ফাঁস করলেন সোহিনী

পান্তাভাত খেয়ে রঘু ডাকাতের প্রমোশন! মালদা যাওয়ার পথে পরিচালকের সাথে খুনসুটিতে মেতে উঠলেন সিনেমার নায়িকা সোহিনী সরকার। সম্প্রতি সেই দৃশ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই জানেন খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ঐতিহাসিক সিনেমা ‘রঘু ডাকাত’, যা পরিচালনা করেছেন ধ্রুব ব্যানার্জি।

ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে সিনেমার প্রমোশন। ‘বেঙ্গল ট্যুর’ প্রমোশনের অংশ হিসেবে মালদার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে গোটা টিম। তারই এক ঝলক উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে সোহিনী বলছেন, ‘পরিচালক মাননীয় ধ্রুব ব্যানার্জি। আমাদের ভোরবেলায় বন্দে ভারত ছিল হাওড়া থেকে।’

‘উনি ভোর সাড়ে চারটেয় বাড়ি থেকে ভাত, পালং শাক আর চিকেন স্টু খেয়ে বেরিয়েছেন। ভাত, পালং শাক আর চিকেন স্টু খেয়ে ভদ্রলোক এসেছেন রঘু ডাকাতের প্রমোশন করতে যাওয়ার জন্য। তুমি পান্তা খেয়ে বেরোতে পারতে। রঘু ডাকাতের প্রমোশনে যাচ্ছো মানে তোমাকে পান্তা ভাত খেয়ে বেরোতে হতো।’

উত্তরে ধ্রুব বলেন, ‘পান্তা ভাত খেয়ে বের হতাম তবে এসিতে রয়েছি না তাই জন্য। ঘোড়ায় চেপে গেলে পান্তা ভাত খেয়ে বের হতাম।’ এরপর সোহিনী তাকে বলেন, ‘এই ভোরবেলায় তুমি কী করে ভাত খেলে?’ শুনে পরিচালক গর্বের সাথে বলেন, ‘ভোরবেলায় বাড়ি থেকে ভাত খেয়ে বেরোনোর থেকে আনন্দের আর কিছু হয় না।’

এরপর তাতে সহমতপোষণ করেন সোহিনী। তিনিও বলেন ভাত খাওয়ার কোনো নির্দিষ্ট সময় হয় না। সবমিলিয়ে বলতে গেলে তাদের এই যাত্রা বেশ খুনসুটিতে ভরে উঠেছিল। অন্যদিকে সেখানে তাদের সাথে উপস্থিত ছিলেন দেব-সহ অন্যান্য রাও।

error: Content is protected !!