বাবার জুতো পরে ঘরময় হেঁটে বেড়াচ্ছে ইয়ালিনী! মিষ্টি ভিডিও ভাগ করে নিলেন রাজ

মেয়ে ইয়ালিনীর আরো একটি মিষ্টি ভিডিও পোস্ট করলেন পরিচালক রাজ চক্রবর্তী।!যা দেখে মেয়ে ইয়ালিনীকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। ছেলে হোক না মেয়ে কাউকেই ভক্তদের থেকে দূরে সরিয়ে রাখেননি রাজ ও শুভশ্রী। একদম অল্প বয়স থেকেই তাদের দুষ্টু-মিষ্টি মুহূর্তগুলি ভাগ করে নেন সকলের সাথে।

সম্প্রতি সেরকমই একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে বাবার জুতো পরে হেঁটে চলেছে ইয়ালিনী। ভীষণই আস্তে আস্তে এগোতে দেখা গিয়েছে তাকে। বাচ্চাদের এসব দৃশ্য দেখতে পছন্দ করেন না এমন মানুষ নেই বললেই চলে। সচারাচর আমাদের অজান্তেই তারা নানান কাণ্ড ঘটিয়ে চলে।

আরও পড়ুন,
উপহার হিসেবে ফুল পেয়ে যারপরনাই খুশি শ্রীলেখা, কিন্তু তার বাড়িতে কে পৌঁছে দিল ফুল? কী বললেন অভিনেত্রী?

সেরকমই একটি দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন রাজ। গোটা ঘরের মধ্যে ধীরে ধীরে সে জুতো পরে হেঁটে বেড়ায় ইয়ালিনী। শেষে আবার এক পাশে সেগুলি খুলে রাখে। রাজ এই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার ভালোবাসা।’ যা দেখার পর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। আবার কেউ কেউ লিখেছেন, ‘ছোট্ট ইউভান।’

আরও পড়ুন,
জিয়াগঞ্জের রাস্তায় অরিজিতের স্কুটিতে ঘুরছেন বলিউডের জনপ্রিয় পরিচালক! স্মৃতি রোমন্থন করে লিখলেন বিশেষ বার্তা

আসলে এই বয়সে ইয়ালিনীর দাদাও ঠিক এমনই দেখতে ছিল। উল্লেখযোগ্য, কাজের যতই ব্যস্ততা থাকুক না কেন পরিবারের প্রতি বরাবর দায়িত্বশীল রাজ ও শুভশ্রী। কাজ সামলে ঠিক ছেলেমেয়ের সাথে সময় কাটান তারা। এমনকি প্রায় প্রত্যেক সপ্তাহেই বেরিয়ে পড়েন এদিক-ওদিক।

সংসার ও পরিবারের মধ্যে কীভাবে সাম্যতা বজায় রেখে চলতে হয় তা এই দু’জনকে দেখে শেখা উচিত। অন্যদিকে রাজ বর্তমানে ব্যস্ত রয়েছেন তার আগামী প্রোজেক্ট ‘হোক কলরব’ নিয়ে আর শুভশ্রী কাজ করবেন হইচই’এর অরিজিনাল সিরিজ ‘অনুসন্ধান’এ।

error: Content is protected !!