মুক্তি পেল শিবপ্রসাদ-নন্দিতার আগামী সিনেমা ‘রক্তবীজ ২’এর টিজার। যা মুক্তি পাওয়া মাত্র উত্তেজনা তৈরি করেছে দর্শকমহলে। কারণ, বেশ বড়সড় বাজেটের এই সিনেমাটিতে একটি শক্তিশালী গল্প ফুটে উঠবে যা আঁচ করা গিয়েছে টিজার দেখেই। মূলত ভারত-বাংলাদেশ সন্ত্রাস নিয়ে এই সিনেমা তৈরি হয়েছে।
যেখানে অভিনয় করেছেন নামকরা অভিনেতারা। যে তালিকায় রয়েছেন ভিক্টর ব্যানার্জী, আবীর চ্যাটার্জী, অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী, কৌশানী মুখার্জী, কাঞ্চন মল্লিক থেকে শুরু করে অন্যান্য নামকরা অভিনেতা-অভিনেত্রীরা। যার দ্বারা এটাই স্পষ্ট হয় পরিচালক জুটি বড় বাজেটের সিনেমা উপহার দিতে চলেছেন দর্শকদের।
টিজারের শুরুতেই শোনা যায়, ‘ভারত ও বাংলাদেশ যতবার কাছাকাছি আসার চেষ্টা করেছে ততবারই মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্র সন্ত্রাসবাদ। কোথাও যা সন্ত্রাস অন্য কোথাও হয়তো সেটাই সংগ্রাম।’ প্রধান সন্ত্রাসবাদীর ভূমিকায় থাকবেন অঙ্কুশ হাজরা, সিনেমায় তার নাম মুনির আলম।
অন্যদিকে পুলিশ অফিসারদের ভূমিকায় দেখা যাবে আবীর, মিমি ও কাঞ্চনকে। আর রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করবেন ভিক্টর ব্যানার্জী। সিনেমাটিতে মূলত উগ্র সন্ত্রাসবাদের মাথাচাড়া দিয়ে ওঠা এবং তা দমন করার জন্য কী কী ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটাই দেখানো হবে।
টিজার মুক্তি পাওয়ার পর থেকেই নানান মন্তব্য করতে শুরু করেছেন দর্শকেরা। কেউ বলেছেন, ‘টিজারটি দেখার পর গায়ে কাঁটা দিয়ে উঠলো রক্তবীজ ২ এর গোটা টিমকে শুভেচ্ছা।’ সিনেমার মূল কাহিনী লিখেছেন জিনিয়া সেন। আগামী ২৬সে সেপ্টেম্বর সেটি মুক্তি পাবে।