চুম্বনে বুঁদ আলিয়া ও রণবীর, “কেউ পাত্তা দিচ্ছে না”, গাল ফোলা ছোট্ট রাহাকে দেখে প্রতিক্রিয়া নেটিজেনদের

বর্ষবরণের দৌড়ে মেতেছে বলিউড। আর তাই সেলেবদের বিশ্বের নানান জায়গা থেকে নতুন বছরকে উদযাপন করতে দেখা যাচ্ছে। কেউ ঘুরতে গিয়েছেন থাইল্যান্ড, তো কেউ গিয়েছেন অস্ট্রেলিয়া। আবার কাউকে দুবাই থেকে বর্ষবরণ করতে দেখা গিয়েছে।

তেমনই ২০২৫ সালকে বরণ করে নিতে গত ২রা জানুয়ারি আলিয়া ভাট বাপের বাড়ির সদস্যদের নিয়ে এবং শাশুড়ি নীতু কাপুর, ননদ রিধিমা কাপুরকে নিয়ে থাইল্যান্ডে গিয়েছিলেন নতুন বছর সেলিব্রেশনের জন্য।

সেখানে ছুটি কাটিয়ে ও নতুন বছর উদযাপন করার পর সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন আলিয়া ভাট। রণবীর ও আলিয়া বর্ষবরণে যেমন মেতেছেন তেমনই নিজেদের ভালবাসা যে একটুও কমেনি তা বুঝিয়ে দিয়েছেন। আর তাই রণবীর আলিয়াকে চুম্বন করেছেন। আর এই ফ্রেম সুন্দর হয়ে ধরা দিয়েছে ক্যামেরায়। কিন্তু একটি বিষয়ে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। আর তা হল রাহা।

ছবিতে দেখা যাচ্ছে, আলিয়া ও রণবীর যখন চুম্বনে মত্ত তখন গাল ফুলিয়ে রয়েছে রাহা কাপুর। রণবীর ও আলিয়ার প্রেমময় মূহুর্তের মধ্যে তাদের একরত্তি মেয়ে রাহা কাপুরের প্রতিক্রিয়া সকলকে হাসতে বাধ্য করেছে। সেলেবদের বর্ষবরণের চর্চায় এখন উঠে এসেছে আরও একটি নাম, আর তা হলো রাহা কাপুর। এককথায় একরত্তি খুদে সকলের মন জয় করে নিয়েছে।

কিন্তু নেট দুনিয়ার মানুষ রাহার প্রতিক্রিয়াকে মজা করে বলেছেন, “আহারে বেচারি”, “তাকে কেউ পাত্তা দিচ্ছে না” সহ এমন অনেক মন্তব্য জমা হয়েছে কমেন্ট বক্সে। তবে রাহার আদুরে মুখ সকলকে মুগ্ধ করেছে। বর্ষবরণ সেলিব্রেট করার পর সোশ্যাল মিডিয়ায় আলিয়া একগুচ্ছ ছবি পোস্ট করে লিখেছেন, “২০২৫ – যেখানে ভালোবাসা পথ খুঁজে পায় এবং বাকিটা শুধু সময়ই বলে দেয়! হ্যাপি নিউ ইয়ার সকলকে।”

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক