ভূ-রাজনৈতিক চাপে বিদেশ থেকে ৬৪ টন সোনা ফিরিয়ে আনল RBI

বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে দেশের সম্পদ রক্ষায় আরবিআই বিদেশ থেকে ৬৪ টন সোনা দেশে এনেছে। বর্তমানে রিজার্ভে মোট ৮৮০.৮ টন সোনা।

বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশের সম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। এই বছরের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে বিদেশে রক্ষিত ৬৪ টন সোনা দেশে ফিরিয়ে এনেছে আরবিআই।

বিশ্বজুড়ে আর্থিক নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দকে রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে—এই পরিস্থিতিতে দেশের সোনা রিজার্ভকে নিরাপদ রাখতে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

gold
gold

এই বছরের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত আরবিআইয়ের মোট সোনা রিজার্ভ দাঁড়িয়েছে ৮৮০.৮ টন। এর মধ্যে ৫৭৫.৮ টন ভারতে সংরক্ষিত, আর বাকি ২৯০.৩ টন রয়েছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড ও ব্যাঙ্ক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের কাছে। এছাড়া আরও ১৪ টন সোনা রয়েছে জমা ব্যবস্থার অংশ হিসেবে।

তথ্য অনুযায়ী, ২০২৩ সালের মার্চ থেকে আরবিআই মোট ২৭৪ টন সোনা বিদেশ থেকে ভারতে ফিরিয়ে এনেছে। অর্থনৈতিক নিরাপত্তা জোরদার করতে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

gold
gold

এদিকে, বুধবার দেশীয় বাজারে হলুদ ধাতুর দামও ঊর্ধ্বমুখী। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে প্রতি ১০ গ্রাম সোনার দাম ১,১৯,৬৪৭ টাকায় খোলা হয় এবং শুরুর দিকে তা বেড়ে দাঁড়ায় ১,২০,০৪৭ টাকা। রূপার দামও বেড়ে হয়েছে ১,৪৫,৩৩১ টাকা প্রতি কিলোগ্রাম।

বিশ্ববাজারেও সোনার দাম সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৩,৯৫৭.৪২ ডলার প্রতি আউন্সে। তবে মার্কিন-চিন বাণিজ্য বিরোধের উদ্বেগ হ্রাস পাওয়ায় এই বৃদ্ধি সীমিত রয়েছে।

বিশ্লেষকরা জানাচ্ছেন, সোনার দাম গত এক বছরে ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অক্টোবরের ২০ তারিখে তা সর্বকালের সর্বোচ্চ ৪,৩৮১.২১ ডলার প্রতি আউন্সে পৌঁছায়। বৈশ্বিক অনিশ্চয়তা, সুদের হার হ্রাসের প্রত্যাশা এবং বিভিন্ন কেন্দ্রীয় ব্যাঙ্কের ক্রয়চাহিদা এই দাম বৃদ্ধির প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

#RBI #GoldReserve #IndiaEconomy #Geopolitics #GoldPrice #BullionMarket #IndianEconomy #GoldInvestment #FinancialSecurity

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক