রেপো রেটে বড়সড় কাট, স্বস্তি মধ্যবিত্তের! সস্তা হচ্ছে EMI

বছর শেষে মধ্যবিত্তের জন্য এল বড় সুখবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) রেপো রেটে ২৫ বেসিস পয়েন্টের কাট ঘোষণা করেছে। এর ফলে রেপো রেট ৫.৫০ শতাংশ থেকে কমে দাঁড়াল ৫.২৫ শতাংশে। স্বাভাবিকভাবেই এর সরাসরি প্রভাব পড়বে গৃহঋণ, গাড়ি ঋণ এবং ব্যক্তিগত ঋণের ইএমআই-এ। লোন নেওয়া আরও সস্তা হবে, কমবে মাসিক কিস্তির বোঝা।

বুধবার থেকে শুরু হওয়া আরবিআই-এর মনিটারি পলিসি কমিটির (MPC) তিন দিনের বৈঠকের পর ৫ ডিসেম্বর গভর্নর সঞ্জয় মালহোত্রা এই ঘোষণা করেন। গত কয়েক মাস ধরে মুদ্রাস্ফীতি ধারাবাহিকভাবে কমছিল, সেই পরিস্থিতিই এবার রেপো রেট কাটের পথ খুলে দিল।

কেন কমানো হলো রেপো রেট?

গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, আন্তর্জাতিক বাণিজ্য অনিশ্চয়তা ও ভূ-রাজনৈতিক অস্থিরতা থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি বর্তমানে ‘গোল্ডিলক্স পিরিয়ড’-এর মধ্য দিয়ে যাচ্ছে। অর্থাৎ— বৃদ্ধি শক্তিশালী, মুদ্রাস্ফীতি স্থিতিশীল, কর্মসংস্থান স্বাভাবিকের উপরে এবং অর্থনৈতিক পরিবেশ সামগ্রিকভাবে ইতিবাচক।

অক্টোবর মাসে MPC বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখা হলেও বছরের শুরু থেকে সুদের হার মোট ১২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে আরবিআই। ফেব্রুয়ারি, এপ্রিল ও জুন— তিন দফায় ১০০ বেসিস পয়েন্ট হ্রাসের পরে, ডিসেম্বর মাসে আরও ২৫ বেসিস পয়েন্ট কাট এনে রেপো রেট নামলো ৫.২৫ শতাংশে।

মুদ্রাস্ফীতির হার বর্তমানে রেকর্ড নিম্নে— অক্টোবরে তা নেমে এসেছিল মাত্র ০.২৫ শতাংশে। অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে এবং প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করার জন্যই সুদের হার কমানো জরুরি ছিল বলে মত অর্থনীতিবিদদের।

জিডিপি ও ভবিষ্যৎ পূর্বাভাস

গভর্নর মালহোত্রা জানান, আগামী কয়েক মাসে মুদ্রাস্ফীতি ২ শতাংশের আশপাশে থাকতে পারে। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য প্রকৃত জিডিপি ৭.৩ শতাংশ হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা আগের অনুমানের তুলনায় ০.৫ শতাংশ বেশি। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি ৮.২ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড ছুঁয়েছে— যা আরবিআই-এর আগের পূর্বাভাসকেও ছাপিয়ে গেছে।

এই শক্তিশালী অর্থনৈতিক সূচক দেখেই আরবিআই সুদের হার কমিয়ে বাজারে গতি আনতে চেয়েছে। অর্থনীতিবিদদের মতে, এতে ভোক্তা খরচ ও বিনিয়োগ বৃদ্ধি পাবে, যা অর্থনীতিকে আরও চাঙ্গা করবে।

কারা লাভবান, কারা চিন্তিত?

লাভবান
গৃহঋণ, গাড়ি ঋণ ও পার্সোনাল লোন নেওয়া মধ্যবিত্ত পরিবার
ব্যবসায়ীদের জন্য কিস্তির চাপ কিছুটা কমবে
নতুন লোন নেওয়া আরও সস্তা হবে

যাঁদের উদ্বেগ বাড়ছে
যারা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট বা সেভিংস-এ টাকা রেখে সুদ আয় করেন, তাঁদের চিন্তা কিছুটা বাড়ছে। রেপো রেট কমলে সাধারণত ব্যাঙ্কগুলোও ডিপোজিট রেটে সামান্য কাট আনে।

আরও পড়ুন
Lottery Sambad Result : ১ কোটি টাকা জিতল কে? মিলিয়ে দেখুন লটারি টিকিট

নীতিগত বার্তা
পোস্ট-প্যান্ডেমিক পুনরুদ্ধার সফলভাবে সম্পন্ন করার পর, ২০২৫ সালে আরবিআই এখন শৃঙ্খল-নির্ভর অর্থনৈতিক সহজীকরণের পথে হাঁটছে। আজকের সিদ্ধান্ত সেই পথেই আরএকটি বড় পদক্ষেপ। আগস্টের বিরতির পরে এটাই প্রথম রেট-কাট, যা বাজারকে উৎসাহিত করবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন
Indian Railways: ট্রেনের টিকিটে ৭৫% ছাড়? এই দুর্দান্ত অফার কাদের জন্য? জানুন

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক