REIL: রিলায়েন্স-ফেসবুকের যৌথ উদ্যোগে বৈপ্লবিক পরিবর্তন আনবে AI প্রযুক্তিতে

REIL: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও ফেসবুকের যৌথ উদ্যোগে গঠিত হচ্ছে ‘রিলায়েন্স এন্টারপ্রাই ইন্টেলিজেন্স লিমিটেড’— ভারতের ব্যবসায়িক AI সেক্টরে বড় পদক্ষেপ।

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL) এবার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা AI সেক্টরে বড় পদক্ষেপ নিচ্ছে। কোম্পানিটি ফেসবুক ওভারসিজ ইনকর্পোরেটেড, অর্থাৎ মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেডের সহযোগী সংস্থার সঙ্গে যৌথভাবে একটি নতুন জয়েন্ট ভেঞ্চার ঘোষণা করেছে।

নতুন এই সংস্থার নাম হবে রিলায়েন্স এন্টারপ্রাই ইন্টেলিজেন্স লিমিটেড (REIL)। জানা গিয়েছে, এতে রিলায়েন্সের ৭০ শতাংশ এবং ফেসবুকের ৩০ শতাংশ শেয়ার থাকবে। শনিবার স্টক এক্সচেঞ্জে দাখিল করা নথিতে জানানো হয়েছে, ২৪ অক্টোবর ২০২৫ তারিখে REIL আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে।

এই যৌথ উদ্যোগে ৮৫৫ কোটি টাকার প্রাথমিক মূলধন বিনিয়োগ করা হবে, যেখানে রিলায়েন্স বেশিরভাগ অংশ দেবে এবং ফেসবুক বাকি ৩০ শতাংশ অর্থ বিনিয়োগ করবে। সংস্থাটি জানিয়েছে, এই ভেঞ্চারের জন্য কোনও সরকারি বা নিয়ন্ত্রক অনুমোদন প্রয়োজন নেই, ফলে কাজ দ্রুত গতিতে এগোবে।

REIL-এর মূল লক্ষ্য হবে এন্টারপ্রাইজ লেভেলের AI সলিউশন তৈরি ও বিতরণ। এর মধ্যে থাকবে ডেটা অ্যানালিটিক্স, অটোমেশন, প্রেডিকটিভ মডেলিং এবং স্মার্ট ডিসিশন সাপোর্ট সিস্টেম। বিশেষজ্ঞদের মতে, এই অংশীদারিত্ব ভারতের ব্যবসায়িক AI প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।

এই পদক্ষেপটি রিলায়েন্সের ডিজিটাল ও টেকনোলজি সম্প্রসারণ কৌশলের অংশ। টেলিকম সেক্টরে জিওর মাধ্যমে বিপ্লব আনার পর এবার কোম্পানিটি AI এবং ক্লাউড কম্পিউটিং ক্ষেত্রেও নেতৃত্ব নিতে চাইছে।

প্রযুক্তি
সস্তায় আনলিমিটেড ডেটা! Jio- এর এই প্ল্যান চলবে ৮৪ দিন, সঙ্গে OTT সহ একগুচ্ছ সুবিধা

উল্লেখ্য, ২০২০ সালে ফেসবুক জিও প্ল্যাটফর্মে ৫.৭ বিলিয়ন ডলার (প্রায় ₹৪৩,৫৭৪ কোটি) বিনিয়োগ করে ৯.৯৯% অংশীদারিত্ব অর্জন করেছিল। সেই সম্পর্কের ভিত্তিতেই এবার দু’দৈত্য সংস্থার মধ্যে আরও গভীর প্রযুক্তিগত সহযোগিতার সূচনা হল।

প্রযুক্তি
বাড়িতেই এত্ত সস্তায় মিলবে BSNL ফাইবার ব্রডব্যান্ড কানেকশন, অনেক টাকা বেঁচে যাবে

#RelianceIndustries #Facebook #Meta #ArtificialIntelligence #AI #MukeshAmbani #RelianceAI #BusinessNews #TechNews #IndiaTech #RIL #REIL #JointVenture

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক