শিকার করতে গিয়ে বিদ্যুৎ-এর বলি হয়ে মৃত্যু হল কুমিরের। আর সেই ভাইরাল ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যদিও শুনলে অস্বাভাবিক লাগলে এটিই ঘটেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে এমন এক ঘটনা। যা দেখে তাজ্জব বনে গিয়েছেন সকলে।
ভিডিওতে কুমিরটিকে একটি ইল মাছের সঙ্গে হামলা করতে দেখা গিয়েছে। আর তারপরই সে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি বড় জলাশয়ের পাড়ে শুয়ে রয়েছে একটি কুমির। তার ঠিক সামনেই একটি ইল মাছকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। ইল মাছ যে বৈদ্যুতিক তা সকলেই জানি।
ইল মাছটি যখন কুমিরের খুব কাছে চলে আসে সেইসময় মাছটিকে আক্রমণ করতে উদ্যত হয় কুমিরটি। চোয়াল দিয়ে মাছটিকে ধরে ফেলে কুমির। কিন্তু মাছটিকে ধরার কিছুক্ষণ পর কুমিরটি নিজেও ছটফট করতে শুরু করে এবং ধীরে ধীরে মৃত্যু হয় তার।
কুমিরটি ইল মাছটিকে ছাড়েনি তাই ইল মাছটিরও মৃত্যু হয়। বিশেষজ্ঞদের মতে, বৈদ্যুতিক ইল মাছের রয়েছে বিদ্যুৎ। এই মাছ আত্মরক্ষা করার জন্য ৮৬০ ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ-এর ঝটকা দিতে পারে। আর এই বিদ্যুৎ-এর ঝটকায় অপরপক্ষের মৃত্যুর ঘটতে পারে খুব দ্রুত। বিদ্যুৎ-এর বেগ এতটাই বেশি ছিল যে একটি কুমিরকে কাবু করে দিতে সক্ষম হয়েছে মাছটি।
#Alligator bites a large #Eel #Eel produces nearly #860V of #electric_shock pic.twitter.com/U83OqNPk0S
— Viral News Vibes (@viralnewsvibes) August 17, 2024
সম্প্রতি এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করা হয়েছে। আর তারপর তা ভাইরাল হতে বেশি সময় নেয়নি। প্রচুর মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। সামান্য একটি মাছের কাছে কুমিরের মতন একটি বড় প্রাণীর এমন মৃত্যু দেখে অবাক হয়েছেন অনেকেই।