সৌন্দর্য্যের স্রোতে আপন মনে ভেসে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তেমনটাই জানালেন সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে তাকে একটু বেশি সক্রিয় দেখা যায় সোশ্যাল মিডিয়াতে। যেখানে তিনি নিজের লাস্যময়ী সব ছবি পোস্ট করে থাকেন। সেরকমই কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি।
যেখানে তার লাবণ্য যেন ঠিকরে পড়ছে। পরনে রয়েছে সাদা রঙের করসেট পোশাক, গায়ে চাপানো সবুজ রঙের সোয়েটার। খোলা চুল, ঠোঁটে লাল লিপস্টিক ভীষণই আবেদনময়ী ভঙ্গিমায় পোজ দিতে দেখা গিয়েছে তাকে।
কখনো সোফায় শুয়ে আবার কখনো বসে একের পর এক সময় ভঙ্গিতে তাকাতে দেখা গিয়েছে ক্যামেরার দিকে। আর ক্যাপশনে লিখেছেন, ‘ভাসছি।’ আসলেও তাই তিনি তার সৌন্দর্য্যের সমুদ্রে ভেসে চলেছেন। এমনই মতামত নেটিজেনদের। পোস্ট করতেই সেখানে প্রশংসার বন্যা বয়ে গিয়েছে।
প্রত্যেকের মুখে একটাই কথা সময়ের সাথে সাথে তার লাবণ্য যেন ক্রমাগত বেড়েই চলেছে। আসলে কীভাবে অনুরাগীদের সংখ্যা ধরে রাখতে হয় তা বেশ ভালোমতোই জানেন তিনি। তাইতো কখনোই তাদের হতাশ করেন না। নিত্যদিন নিজের ঝলক পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
শুধু তাই নয় কাজের টুকরো টুকরো মুহূর্তও ভাগ করে নেন তিনি। উল্লেখযোগ্য, শেষবার তাকে দেখা গিয়েছে ‘বহুরূপী’ সিনেমায়। নন্দিতা ও শিবপ্রসাদ পরিচালিত এই সিনেমা সুপারহিট। ইতিমধ্যে সাফল্য উদযাপন করেছে গোটা টিম। এর আগে সিনেমা নিয়ে একাধিক পোস্ট করেছেন ঋতাভরী। এখনো পর্যন্ত এই সিনেমা বিষয়ক পোস্ট করতে দেখা যায় তাকে।