Ritwik Chakrabarty: নিজেকে ডালের সাথে তুলনা করলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwik)। সম্প্রতি সেই ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এবার হয়তো অনেকেই ভাবতে পারেন হঠাৎ করে নিজেকে ডালের সাথে তুলনা কেন করতে গেলেন তিনি? আসলে আগামী ৭ই নভেম্বর মুক্তি পেতে চলেছে তাই নতুন সিনেমা ‘রান্নাবাটি।’
আপাতত তারই প্রচার চলছে জোরকদমে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাকে বিভিন্ন খাবারের নাম বলা হয়েছিল আর জিজ্ঞেস করা হয়েছিল তার ব্যক্তিগত জীবন বা কর্মক্ষেত্রে তিনি এইসব খাবারের সাথে কাদের তুলনা করেন? প্রথমে যখন তাকে বলা হয় শুক্তোর কথা তিনি বলেন তার পরিচালক প্রীতমের নাম।
আসলে তার মতে শুক্তোর মধ্যে বিভিন্ন রকমের সবজি আছে। আর প্রত্যেকটির আলাদা আলাদা গুণ। তাই একজন পরিচালকের মধ্যে সেই সবকিছু রয়েছে বলেই তিনি তাকে শুক্তোর সাথে তুলনা করেছেন। এরপর যখন তাকে বলা হয় ডালের কথা, তিনি বলেন ডাল তো প্রত্যেকদিন সাথে থাকে তাই তিনি নিজেই ডাল।
এরপর লুচি-মাংসের কথা বলা হলে তিনি নাম নেন উত্তম-সুচিত্রার। আলু পোস্তয় নিজের মা এবং অভিনেত্রী সোহিনীকে বলেন ফুচকা। যদিও স্ত্রী অপরাজিতাকে কোনো খাবারের সাথে তিনি তুলনা করেননি। এই প্রশ্ন তাকে করা হলে তিনি বলেন অপরাজিতাকে তিনি কোনো খাবারের চোখে দেখেন না।
উল্লেখযোগ্য, আগামী ৭ই নভেম্বর মুক্তি পেতে চলেছে সোহিনী সরকার, সোলাঙ্কি রায়, ঋত্বিক চক্রবর্তী অভিনীত সিনেমা ‘রান্নাবাটি’। মায়ের মৃত্যুর পর বাবা ও মেয়ের মধ্যে যে দূরত্ব তৈরি হয় তা কীভাবে কমিয়ে আনেন সেই নিয়েই তৈরি এই কাহিনী। এক কথায় রান্নার মধ্যে দিয়ে জীবনের স্বাদ তুলে ধরতে চেয়েছেন পরিচালক।
আরও পড়ুন
Mimi: নীল ডেনিমে লেডি বস মিমি! চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা
#Ritwik #Rannabati #Sohini #Solanki
