সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে বাংলা ছবি ‘বুমেরাং’। এই ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ছবির প্রচারের জন্য বেশ ব্যস্ত ছিলেন তিনি। এদিকে বৃহস্পতিবার তার জন্মদিন ছিল।
আর এই জন্মদিনটি তিনি কীভাবে কাটিয়েছেন। ছবির প্রচারের জন্য একাধিক জায়গায় তাকে যেতে হচ্ছে। জানা যাচ্ছে, প্রত্যেক বছরের মতন এবছরও তিনি পরিবারের সঙ্গে কাটাবেন।
বৃহস্পতিবার বিকেলে শারীরিকভাবে সক্ষম শিশুদের একটি মাল্টিপ্লেক্সে ‘বুমেরাং’ ছবিটি দেখানোর আয়োজন করা হয়েছে। সেখানে ছবি প্রদর্শন উপলক্ষে হাজির থাকবেন রুক্মিণী। এদিকে বুধবার লোকসভায় সাংসদ হিসেবে শপথ নেওয়ার জন্য হাজুর থাকবেন দেব।
তিনি বৃহস্পতিবার তার সঙ্গীনীর জন্মদিন উপলক্ষে কিছু করছেন কিনা তা জানা যায়নি। এক সাক্ষাৎকারে রুক্মিণী জানিয়েছেন, অনেকদিন পর তার দাু ও ঠাকুরমা তার জন্মদিন উপলক্ষে তার বাড়িতে আসছেন। এর পাশাপাশি রুক্মিণীর দাদা বাড়ি আসছেন দিল্লি থেকে।
কাজের বাইরে পরিবারের সকলকে নিয়ে তার জন্মদিন কাটানোর ইচ্ছে রয়েছে। তবে আর কোনো উদযাপন হবে কিনা তা জানা যায়নি৷ এদিকে দীর্ঘ সাত বছর টলিউডে অভিনয় করছেন রুক্মিণী। ধীরে ধীরে পায়ের তলার মাটি শক্ত করেছেন। দিয়েছেন বেশ কিছু হিট ছবি। বর্তমানে ‘বুমেরাং’ বেশ জনপ্রিয় ছবি হয়ে উঠেছে।