‘অন্যের রান্নাঘরে যৌন সঙ্গম করেছি..’ যৌনজীবন নিয়ে অকপট ঋতভরী!

opened up about sex life

রান্নাঘরে যৌনসঙ্গমে লিপ্ত হয়েছেন তিনি! কিছুদিন আগে এমনই বিস্ফোরক তথ্য জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। আসলে বরাবরই সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করেন তিনি। সেটা ব্যক্তিগত জীবনই হোক বা কর্মজীবন।

সেরকমই একবার নুসরত জাহান সঞ্চালিত একটি শো’তে যৌনজীবন সম্পর্কে মুখ খুলেছিলেন তিনি। বলেন, ‘আমার মতে শারীরিক খিদেও একপ্রকার মনের খিদে। কাউকে এতোটা চাইছি যে নিজের সাথে তাকে এক করে নিতে কোনো দ্বিধা থাকছে না।’

একইসাথে তিনি নিজেকে ‘সেপিওসেক্সুয়াল’ বলেও দাবী করেন। যার অর্থ হলো বুদ্ধিমত্তার প্রেমের পড়া। এরপর তাকে নুসরত জিজ্ঞেস করেন এমন কোন অদ্ভুত জায়গায় সঙ্গমে লিপ্ত হয়েছেন তিনি? উত্তরে ঋতাভরী জানান রান্নাঘরে, তাও আবার অন্যের।

যা শোনার পর তার উদ্দেশ্যে নুসরতের প্রশ্ন, ‘সব ঠিকঠাক ছিল?’ শুনে হেসে ঋতাভরী বলেন, ‘একদমই না।’ এদিন মেয়েদের যৌনজীবন নিয়েও কথা বলেছেন তিনি। বলেব, ‘আমি বহু মেয়েকে দেখেছি যারা একজনের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে নিজেকে এঁটো মনে করেন।’

যে বিষয়ে তার স্পষ্ট বার্তা, ‘আমরা কেউই কারোর খাবার নই। সে মেয়ে হোক বা ছেলে।’ উল্লেখযোগ্য, গত ২৬ শে জুন ছিল অভিনেত্রীর জন্মদিন। এই দিন বিশেষভাবে সক্ষম শিশুদের সাথে কেক কেটে জন্মদিন পালন করেছেন তিনি। যা দেখার পর তার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।