Handed the empty bottle of wine to the bandits! 6 criminals in police net

খালি মদের বোতলই ধরিয়ে দিলো ডাকাত দলকে! পুরুলিয়া জেলায় একের পর এক ডাকাতির ঘটনায় রাতের ঘুম উড়েছিল প্রশাসনের। গত ছয় মাসের মধ্যেই মোট তিনটি ঘটনা ঘটে গিয়েছে ডাকাতির। পুরুলিয়ার পাশাপাশি ঝাড়খণ্ড জেলাতেও তারা ছড়িয়ে পড়েছিল।

ডাকাতির পর সমস্ত তথ্য লোপাট করছিল তারা। ফলস্বরূপ তাদের ধরতে সমস্যায় পড়েছিল পুলিশের দল। যদিও শেষ পর্যন্ত হাল ছাড়েননি তারা। অবশেষে খালি মদের বোতল ধরিয়ে দিল ডাকাত দলকে। তাদের গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

এই বিষয়ে পুরুলিয়া জেলা পুলিশ জানিয়েছে সাঁওতালডিহি থানা এলাকা এবং ঝাড়খণ্ড রাজ্যে অভিযান চালিয়ে ওই ডাকাত দলের মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং নথিপত্র পাওয়া গিয়েছে।

সেখান থেকে জানা যাচ্ছে তাদের মধ্যে তিনজনের বাড়ি পুরুলিয়ার সাঁওতালডিহি থানায় এবং বাকি দু’জনের বাড়ি ঝাড়খণ্ডের ধানবাদ জেলায়। গত কয়েক মাসে একাধিক ডাকাতির ঘটনা ঘটলেও সমস্ত তথ্য লোপাট করেছিল তারা। তবে গত ৯ই মে পুরুলিয়ার একটি অঞ্চলে খালি মদের বোতল উদ্ধার হয়।

এই মদের বোতলের মাধ্যমেই ডাকাত দল পর্যন্ত পৌঁছায় তদন্তকারীরা। আসলে বোতলের গায়ে লাগানো কিউআর কোড স্ক্যান করে তারা দোকানের নাম জানতে পারে। সেখান থেকে এবং আরো কিছু গোপন সূত্র মারফত তাদের গ্রেপ্তার করে তদন্তকারীরা।