বলিউড বিখ্যাত অভিনেতা যাকে ভাইজান বলে সকলেই জেনে হ্যাঁ সালমান খান। আজ কথা বলব বলিউডের বিখ্যাত অভিনেতা সালমান খানকে নিয়ে। সালমান খানের এখনো বিয়ে হয়নি সে এখনো বিয়ের পিঁড়িতে বসে নেই কিন্তু তার অনুরাগীরা অধীর আগ্রহে বসে আছে সালমান খানকে বরের বেশে দেখবে সালমান খানকে বরের বেশি কেমন লাগে তাই দেখার জন্য অপেক্ষা করছে সালমান খানের অনুরাগীরা।
ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও সেখানে দেখা গিয়েছে একজন বিদেশী মহিলা সালমান খানকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। ঘটনাটি ঘটে একটি অনুষ্ঠানে। সালমান খান তখন সাংবাদিকদের মুখোমুখি তাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন ঠিক তখনই ওই ভদ্রমহিলা এসে সালমান খানকে বলেন আমি আপনাকে প্রথমবার দেখেই প্রেমে পড়ে গিয়েছিলাম। তখন সালমান খান মজা করে বলেন আপনি নিশ্চয়ই শাহরুখ খানের কথা বলছেন উত্তরে মহিলা বলেন না আমি সালমান খানের কথা বলছিনা । মহিলাটি সালমান খানকে তাকে বিয়ে করার কথা।
মহিলাটির এই প্রশ্নের উত্তরে সালমান খান বলেন আমার বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে কুড়ি বছর আগে এখন আমার বিয়ে করার বয়স নেই আপনি আমার সঙ্গে কুড়ি বছর আগে দেখা করতে পারতেন। এই ঘটনাটি ঘটে এক বছর আগে এক অনুষ্ঠানে কিন্তু ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরা রয়েছে ঘটনাটি সালমান খানের অনুরাগীরা সবসময়ই তাকে নিয়ে আলোচনায় থাকেন।
সালমান খানের প্রেম জীবনের সেই অনেকের সঙ্গে সময় কাটিয়েছে। অনেকের সঙ্গে তার নাম জড়িয়েছে কিন্তু তাদের সঙ্গে তার সম্পর্ক স্থায়ী হয়নি। তাই আজও তার আর বিয়ে করা হয়ে ওঠেনি।
সালমান খান কে লাস্ট টাইগার থ্রি মুভিটিতে অভিনয় করতে দেখা দিয়েছে মুভিটি যদিও অফিস বক্সে অনেক সাড়া ফেলেছিল। সম্প্রতি বিগ বস ১৮ নিয়ে সালমান খান ব্যস্ত রয়েছেন তার পাশাপাশি তার সিকান্দার মুভির কাজ ও তিনি চালিয়ে যাচ্ছেন ।