এগারো বছর আগে অরিজিৎ-এর সঙ্গে মনমালিন্য এবার নিজেই মিটমাট করলেন সালমান? বললেন “আমার দিক থেকেই হয়েছে”

২০১৪ সালে ঘটনার সূত্রপাত। এরপর কেটে গিয়েছে এগারো বছর। অবশেষে যেনো সেই ঝামেলায় ইতি টানলেন ভাইজান নিজেই। বলি পাড়ায় ভাইজান বলতে যাকে সকলেই এক ডাকে চেনেন তিনি হলেন সালমান খান। একাধিক ছবিতে যেমন অভিনয় করেছেন তেমনই তার ছবি বক্স অফিসে ব্যবসা করেছে দারুণ। সম্প্রতি এগারো বছর আগে বলিউডের প্রথম সারির প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং-এর সঙ্গে ঝামেলার ইতি টানলেন ভাইজান?

সম্প্রতি ‘বিগ বস-১৯’-এর মঞ্চে ‘উইকেন্ড কা বার’ পর্বে ভাইজান এবার এই বিষয়টি খোলসা করলেন। এর পাশাপাশি নিজের ভুলটা যেনো প্রকাশ্যে সকলের সামনে স্বীকার করে নিলেন তিনি। কমেডিয়ান রবি গুপ্তার সঙ্গে কথোপকথনে বলিউড অভিনেতা সালমান খান বলেন, “অরিজিৎ আর আমি খুব ভালো বন্ধু। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা অবশ্য আমার দিক থেকেই হয়েছে। ওই ঘটনার পর আমার জন্যে গানও গেয়েছে। ‘টাইগার ৩’ ছবিতে গান রয়েছে অরিজিৎ-এর। ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবিতেও গান থাকছে অরিজিৎ-এর।

২০১৪ সালে অরিজিৎ ও সালমানের ঘটনার পর অনেকেই বলেছিলেন অরিজিৎ-এর কেরিয়ার হয়তো এখানেই শেষ। কিন্তু অন্তরালে থেকে অরিজিৎ প্রমাণ করে দিয়েছেন, প্রতিভা থাকলে কোনো শক্তিই আটকাতে পারে না। তা ধীরে ধীরে প্রস্ফুটিত হতে থাকে। ঘটনার সূত্রপাত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে কেন্দ্র করে। সেইসময় কাজের জন্য বেশ ব্যস্ত ছিলেন অরিজিৎ। ১২-১৪ ঘন্টা কলকাতায় কাজের পর মুম্বাই ছুটে গিয়েছিলেন অ্যাওয়ার্ড শো-এর জন্য।

বিনোদন

“আমাকে নিয়ম শেখাতে আসবেন না”, ‘কেবিসি-১৭’-এর প্রতিযোগী দশ বছর বয়সী খুদের আচরণে ক্ষুদ্ধ নেট দুনিয়া

জানা যায়, তিনি বিমানবন্দর থেকে হোটেলেও যাননি। ওই একই পোশাকে পৌঁছে যান অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। এরপর যখন পুরস্কার নিতে মঞ্চে ওঠেন সেইসময় অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন সালমান খান ও রীতেশ দেশমুখ। অরিজিৎ সাধারণ চপ্পল ও ক্যাজুয়াল শার্ট পরে যখন সালমানের সামনে গিয়ে দাঁড়ান তখন সালমান বলেন, “তুই বিজেতা? ঘুমিয়ে পড়েছিলি নাকি?” এর উত্তরে হয়তো কিছুটা ক্লান্তিতে কিংবা অপমানিত হয়ে অরিজিৎ বলেন, “আপনারাই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।”

অফবিট
শকুনের বাসা থেকে উদ্ধার ৭০০ বছরের পুরনো জুতো!

এরপর সালমান খান অরিজিৎ-এর সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন। সালমানের পরবর্তী ছবি ‘কিক’ ও ‘বজরঙ্গি ভাইজান’ থেকে বাদ পড়ে অরিজিৎ-এর গান৷ প্রকাশ্যে এরপর ক্ষমা চান অরিজিৎ। কিন্তু সালমান নিজের জায়গায় স্থির থাকেন। যদিও পরে ‘টাইগার ৩’ ছবির গানে সুর দিয়েছিলেন অরিজিৎ। অবশেষে সমস্ত মনমালিন্য মিটমাট করলেন সালমান নিজেই, এমনটাই মনে করছেন অনেকে।

বিনোদন
অক্ষয়ের শৃঙ্খলার রহস্য ফাঁস করলেন অভিষেক বচ্চন: “৮ ঘণ্টার পর আর এক মিনিটও নয়!”

error: Content is protected !!