‘বাড়িতে একদম ঢোকাবে না এসব’, শাহরুখ খানকে চোখ রাঙানি গৌরীর!

বলিউডে জনপ্রিয় দম্পতির নাম বলতে গেলে প্রথমেই যাদের নাম আসে তারা হলেন গৌরী খান ও শাহরুখ খান। বিবাহিত জীবনের অনেকগুলো বছর তারা একসঙ্গে পার করে ফেলেছেন। তাদের রয়েছে তিনটি সন্তান। সব নিয়ে সুখী পরিবার তাদের। বিবাহিত জীবন অতিবাহিত করার সময় একাধিক ঝড়ঝাপটা এসেছে। সেগুলি দু’জনেই সামলেছেন।

এর আগে শাহরুখের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ উঠেছে, উঠেছে গৌরী ও শাহরুখের সংসার ভাঙনের ইঙ্গিত। কিন্তু এই সবকিছুকে ধূলিসাৎ করে দিয়েছেন শাহরুখ ও গৌরী৷ যতই তাদের সম্পর্কে নানান গুজব ছড়াক না কেনো শাহরুখ ও গৌরী প্রমাণ করেছেন তারা একে অপরের জন্য কতটা পরিপূরক।

বাইরে কি গুজব চলছে তা তাদের সম্পর্কে প্রভাব ফেলে না এমনটাও প্রমাণ করে দিয়েছেন। শাহরুখ ও গৌরীকে একসঙ্গে দেখা যায় যখন তখন স্পষ্ট হয় স্বামী হিসেবে শাহরুখ স্ত্রী-কে কতটা সম্মান করেন। তবে শুধুই সম্মান নয়, মন্নতে গৌরী খানই শেষ কথা। তিনি যা বলেন তাই চলে মন্নতে। শাহরুখ নিজেও স্ত্রী-এর কথার নড়চড় করেন না।

শাহরুখ বাড়িটি কিনলেও তা ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করেছেন গৌরী। দীর্ঘ সময় অপেক্ষা করেছেন বাড়িটি সাজাতে। এভাবেই সিমেন্ট কংক্রিটের দেওয়ালকে বাড়ি করে তুলেছেন তিনি। তবে সম্প্রতি শাহরুখের কাজে রেগে গেলেন গৌরী৷ কী এমন করেছেন শাহরুখ যার জন্য স্ত্রী রেগে গেলেন।

আসলে শাহরুখ নিজের সঙ্গে এনেছিলেন সিনেমার স্ক্রিপ্ট। আর তা একেবারেই পছন্দ করেন না গৌরী৷ তিনি স্পষ্ট শাহরুখকে জানিয়ে দিয়েছেন ছবির সেটে এগুলি করতে, তিনি যেনো স্ক্রিপ্ট বাড়িতে না আনেন৷ এরপর থেকে শাহরুখ আর বাড়িতে এসব আনেন না৷ বরং বাড়িতে তিনি যতক্ষণ থাকেন পরিবারকে সময় দেন।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক