‘শান্তিপুরের যে সমস্ত লম্প্ট…’, মানব শরীরে বামা কালীর অবয়ব ফুটেয়ে তুমুল কটাক্ষের শিকার, এবার পল্টা জবাব মুক্তির

শান্তিপুরের বামা কালীর নাচে ভক্তদের ভিড়। শিল্পী মুক্তি রায়ের ‘বামা মা’-র মানবী অবয়ব ঘিরে প্রশংসা যেমন, তেমনই সমালোচনা ও হুমকিও!

শান্তিপুরের বামা কালীর নাচ মানেই এক অন্য আবেগ। সেই দৃশ্য দেখে শরীরে শিহরণ জাগে না, এমন মানুষ বিরল। কালীপুজোর দিন কয়েক আগেই বামা মা-র অবয়ব ফুটে উঠেছিল রূপটান শিল্পী মুক্তি রায়ের তুলিতে। তাঁর রং-তুলির ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছিলেন দেবী নিজে।

এই প্রথম নয়, এর আগেও নৈহাটীর ‘বড় মা’-কে মানবীর দেহে ফুটিয়ে তুলেছিলেন সোদপুরের মেয়ে মুক্তি। ঘণ্টার পর ঘণ্টা অক্লান্ত পরিশ্রম আর সাধনার ফলেই জন্ম নেয়েছিল সেই অসাধারণ শিল্পকর্ম। তবে এই বছর বামা মা-র রূপ তুলে ধরতেই প্রশংসার পাশাপাশি নেটপাড়ায় ঝড় ওঠে সমালোচনার।

কেউ বলছেন, “আবেগের জায়গায় ভিউ-এর লোভ”, কেউ আবার মুক্তির উদ্দেশে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। এমনকি অনলাইনে হুমকিও এসেছে তাঁর কাছে। এর পরই মুক্তি পুলিশের দ্বারস্থ হন এবং থানায় জিডি করেন। মুক্তির কথায়, “আমায় যারা থ্রেট করছে, তারা শান্তিপুরের বুকে কলঙ্ক।”

তবে মুক্তির পাশে দাঁড়িয়েছেন অনেকেই। বামা কালী পুজো কমিটির সভাপতি জানিয়েছেন, “রূপটান শিল্পী মুক্তির কাজ আমার খুবই ভালো লেগেছে।” মুক্তিও সোশ্যাল মিডিয়ায় লেখেন, “মা নিজের প্রচার কিভাবে করবেন, তা আমরা কেউ বলতে পারি না। জয় বামা কালীর জয়।”

প্রসঙ্গত, শান্তিপুরের এই বামা কালী ৫০০ বছরের ঐতিহ্য বহন করছে। বাঁশের মাচায় স্থাপিত এই প্রতিমা নিরঞ্জনের সময় ভক্তরা মাচা কাঁধে নিয়ে লাফাতে শুরু করেন—যেন মা-ও ভক্তদের সঙ্গে নাচছেন! এবারও সেই ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে ভক্তদের মন মাতালেন বামা মা।

বিনোদন
‘আমায় নিয়ে ভুলেও মিথ্যে বলো না, আমিও…’, যিশু-নীলাঞ্জনার ডিভোর্স জল্পনার মাঝে কাকে সতর্ক করলেন কন্যা-সারা?

#BamaKali #Shantipur #MuktiRoy #KaliPuja #BamaKaliDance #BengalTradition #MakeupArtist #Controversy #ViralVideo #Devotion

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক