গানের মধ্যে দিয়ে মানুষকে ভাবিয়ে তোলা যায় তা অতীতে বারংবার প্রমাণিত হয়েছে। এবারও এমন নজির দেখলো শহর কলকাতা। গত ১৯শে অক্টোবর কলকাতার বুকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শ্রেয়া ঘোষালের গানের কনসার্ট ছিলো। গায়িকার গান শুনবেন বলে এদিন স্টেডিয়ামে ছিল থিকথিকে ভীড়। হাজার হাজার মানুষ শুনলেন গায়িকার গান। কনসার্টের শেষে সেই রেষ রেখে গেলেন গায়িকা।
সেদিন কনসার্ট শেষ হওয়ার পর মধ্যরাত থেকে শ্রেয়া ঘোষালের কনসার্টের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কী এমন করলেন গায়িকা? সাম্প্রতিক সময়ে অনেকেই কলকাতার বুকে তাদের একাধিক কনসার্ট বাতিল করেছেন। শহরের বাঙালি শিল্পী থেকে শুরু করে নামি-দামি শিল্পী অনেকেই। উৎসবে না ফেরার প্রসঙ্গে আর জি কর হাসপাতালে ঘটনার প্রতিবাদে সামিল হয়েছিলেন সকলে।
এমন পরিস্থিতিতে কিছুদিন আগে নিজের কনসার্ট স্থগিত রাখেন শ্রেয়া ঘোষাল। তবে গত ১৯শে অক্টোবর তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তার কনসার্ট করেন। আর সেই কনসার্ট করার পাশাপাশি শ্রোতাদের মধ্যে সেই রেষ রেখে দিয়ে গানের আসর শেষ করেছেন তিনি। সকলের মনে যে দাগ কেটে দিয়ে গেলেন তা যেনো মনে রাখার মতন।
প্রতিবারের মতন এদিন তিনি তার কনসার্টে শেষ গান ‘মেরে ঢোলনা’ গাননি। বরং আর জি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে ওই মৃত তরুণীর জন্য গান বাঁধলেন তিনি। গান গাওয়া শুরু করার আগে শ্রোতাদের তিনি অনুরোধ করেন, এরপর যেনো কেউ হাততালি না দেন। সেই গান করার পর কোনোরকম কথা না বলে মঞ্চ ত্যাগ করেন। গানের মধ্যে দিয়ে গায়িকার এই প্রতিবাদ মুগ্ধ করেছে সকলকে।
এমন প্রতিবাদের নজির আগে কখনও দেখেনি শহর কলকাতা। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম তখন দর্শকে ছয়লাপ। এতবছর ধরে প্রতিটা কনসার্টেই সর্বশেষ গান হিসেবে 'মেরে ঢোলনা' গেয়ে এসেছেন তিনি। কিন্তু এবার তা হলো না। মেরে ঢোলনা গাওয়া শেষ করে শ্রেয়া বললেন, "এর পরের গানে কেউ হাততালি দেবেন না। (১) pic.twitter.com/674AszF3TO
— Mr.Roy (@iamroysunny) October 19, 2024
সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতে অনেকেই নানানরকম প্রতিক্রিয়া দিয়েছেন। একজন লিখেছেন, “এমন প্রতিবাদের নজির আগে কখনও দেখেনি শহর কলকাতা। নেতাজি ইনডোর স্টেডিয়াম তখন দর্শকে ছয়লাপ। এতবছর ধরে প্রতিটা কনসার্টেই সর্বশেষ গান হিসেবে ‘মেরে ঢোলনা’ গেয়ে এসেছেন তিনি। কিন্তু এবার তা হলো না। মেরে ঢোলনা গাওয়া শেষ করে শ্রেয়া বললেন, “এর পরের গানে কেউ হাততালি দেবেন না। শুধু শুনুন।” গান শেষ হতেই একটা কথাও না বলে সোজা মঞ্চ ছাড়লেন শ্রেয়া। সেই সম্পূর্ণ ভিডিওটা রইলো সকলের জন্যে। তিলোত্তমার বুকে প্রতিবাদের স্বরকে তীব্রতর হতে দেখলাম আজ। বেঁচে থাক শ্রেয়া আর ওর সঙ্গীত সাধনা।”