এসআইআর ফর্ম জমা: কোন নথি লাগবে? স্পষ্ট জানালো কমিশন

দেশের একাধিক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকার স্পেশাল ইনটেন্সিভ রিভিশন বা এসআইআর। এই বিশেষ নিবিড় পরিমার্জনের কাজ এখন জোরকদমে চলছে পশ্চিমবঙ্গেও। ভোটার তালিকা সংশোধন বা নাম অন্তর্ভুক্ত করার এই পর্যায়ে অনেকের মাঝেই দেখা দিচ্ছে নানা প্রশ্ন—ফর্ম কীভাবে ফিলআপ হবে, কোন কালি ব্যবহার করবেন, আত্মীয়ের নাম কী নিয়মে লিখতে হবে, ফর্ম জমা দিতে কোন ডকুমেন্ট লাগবে—বিভ্রান্তিও বাড়ছে।

ফর্ম ফিলআপের পর সবচেয়ে বেশি যে প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে তা হল—এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময় কোন কোন নথি দিতে হবে?

ফর্মের সঙ্গে কী দিতে হবে? জানাল কমিশন

ইলেকশন কমিশন স্পষ্ট জানিয়েছে, এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময় কোনও নথি জমা দিতে হবে না। একমাত্র যে জিনিসটি জমা দিতে হবে তা হল— পাসপোর্ট সাইজ ছবি।

ছবিটি কেমন হবে, কী ধরনের ব্যাকগ্রাউন্ড থাকা প্রয়োজন, তা কমিশনের নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ রয়েছে। সাধারণত পরিষ্কার ব্যাকগ্রাউন্ড এবং সাম্প্রতিক ছবি দিতে বলা হয়।

আধার বা অন্য ১১টি পরিচয়পত্র লাগবে কি?

ভোটার তালিকার আপডেশনের সময় সাধারণত আধার বা অন্যান্য পরিচয়পত্র চাওয়া হয়। কিন্তু এসআইআর পর্যায়ের এই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে একটিও নথি সঙ্গে জমা দিতে হবে না।

কমিশনের বক্তব্য

জমা দেওয়া ফর্মের ভিত্তিতেই খসড়া ভোটার তালিকা তৈরি হবে।

ফর্মে দেওয়া তথ্য যদি ২০০২ সালের তালিকার তথ্যের সঙ্গে মেলে, তাহলে শুধু ফর্ম জমা দিলেই হবে।

তাহলে কবে লাগবে নথি?

যদি খসড়া তালিকায় কোনও নাম বাদ পড়ে বা তথ্য অস্পষ্ট থাকে, তবে কমিশন হিয়ারিং-এর জন্য আবেদনকারীকে ডেকে পাঠাতে পারে।
সে ক্ষেত্রে প্রমাণস্বরূপ বৈধ নথি প্রয়োজন হবে—পরিচয়পত্র, বয়সের প্রমাণ, ঠিকানার প্রমাণ ইত্যাদি।

কিন্তু তার আগে পর্যন্ত কোনও নথির প্রয়োজন নেই। শুধু সঠিক তথ্যসহ ফর্ম জমা দিলেই এসআইআর প্রক্রিয়ার প্রথম ধাপ সম্পন্ন হবে।

শেষ কথা

ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় সাধারণ মানুষের বিভ্রান্তি দূর করতে কমিশনের এই ব্যাখ্যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এসআইআর–এ ফর্ম জমা দেওয়া সহজ, দ্রুত এবং ডকুমেন্ট–মুক্ত—শুধুমাত্র জমা দিতে হবে একটি পাসপোর্ট সাইজ ছবি ও সঠিক তথ্য। এরপর কমিশন প্রয়োজন হলে নিজেই নাগরিককে হিয়ারিংয়ের জন্য ডাকবে।

যারা এখনও ফর্ম জমা দেননি, তারা নির্দ্বিধায় বিএলও–র হাতে ফর্ম তুলে দিতে পারেন—ডকুমেন্ট না দিয়েই।

আরও পড়ুন
SIR ফর্মে ভুল হলে কী করবেন? জানাল নির্বাচন কমিশন—ভোটারদের বিভ্রান্তি দূর করল গুরুত্বপূর্ণ নির্দেশিকা

এসআইআর ফর্ম জমা প্রশ্ন উত্তর

১) এসআইআর ফর্ম জমা দিতে কি কোনও নথি লাগবে?
না, এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময় কোনও নথি লাগবে না। শুধু একটি পাসপোর্ট সাইজ ছবি দিলেই হবে।

২) আধার কার্ড বা অন্য ১১টি আইডি কি জমা করতে হবে?
না, এই পর্যায়ে আধার বা অন্য কোনও পরিচয়পত্র জমা দিতে হয় না।

৩) ফর্মে কার তথ্য লিখতে হবে?
২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী নিজের বা পরিবারের সদস্যদের সঠিক তথ্য লিখতে হবে।

৪) নথি কবে দিতে হবে?
যদি খসড়া তালিকায় নাম না ওঠে বা তথ্য যাচাইয়ের প্রয়োজন হয়, তখন হিয়ারিংয়ের সময় ডকুমেন্ট জমা দিতে হবে।

৫) বিএলও ফর্ম দিলে কি সঙ্গে সঙ্গে জমা দিতে হবে?
ফর্ম সঠিকভাবে পূরণ করলেই আপনি তা বিএলও–কে জমা দিতে পারেন। আগে কোনও নথির দরকার নেই।

#ElectionUpdate #VoterList #SIRProcess

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক