১ নভেম্বর থেকে বাংলায় শুরু SIR, জানুন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া

১ নভেম্বর থেকে বাংলায় শুরু হতে পারে SIR প্রক্রিয়া। ভোটার তালিকার সংশোধন, মৃত ও ভুতুড়ে ভোটার বাদে নজর কমিশনের। জানুন সম্পূর্ণ প্রক্রিয়া।

১ নভেম্বর থেকে বাংলায় শুরু হতে পারে SIR, প্রকাশ পেতে চলেছে নির্ঘণ্ট

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া (SIR) নিয়ে জল্পনা চরমে। জাতীয় নির্বাচন কমিশন আজ বিকেলেই জানাবে, কবে থেকে SIR শুরু হবে রাজ্যে। কমিশন সূত্রে খবর, বাংলায় এই প্রক্রিয়া শুরু হতে পারে আগামী ১ নভেম্বর থেকে।

ভোটার তালিকা সংশোধনের উদ্দেশ্য কী?

SIR বা Special Intensive Revision হল ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া। এর মূল উদ্দেশ্য হল মৃত, ভুতুড়ে এবং অবৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া, এবং নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা। ২০০২ সালের পর এবারই রাজ্যে হতে চলেছে পূর্ণাঙ্গ SIR।

প্রক্রিয়া কীভাবে চলবে?

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথমে ERO (Electoral Registration Officer)-দের কাছে দিল্লি থেকে একটি এনুমারেশন ফর্ম পাঠানো হবে। এরপর সেই ফর্ম বিএলও (BLO)-রা ভোটারদের হাতে পৌঁছে দেবেন। প্রায় ১৫ কোটি ফর্ম ছাপানো হবে এই প্রক্রিয়ায়।

২০২২ সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, তাদের তথ্য ফর্মে আগেই থাকবে। তবে কিছু ঘর ফাঁকা থাকবে—যেমন এপিক নম্বর, ঠিকানা, ও ব্যক্তিগত তথ্য। ভোটারদের সেই ফাঁকা অংশ পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এক কপি ফর্ম ভোটারের কাছে থাকবে, অন্যটি BLO সংগ্রহ করবেন।

খবর
আজ রাতেই ‘ফ্রিজ’ ভোটার তালিকা, মঙ্গলবার থেকে SIR শুরু

বাংলার ভোটার সংখ্যা

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে বর্তমানে ৭.৬৫ কোটি ভোটার রয়েছেন। কমিশনের লক্ষ্য—তালিকাকে আরও নির্ভুল ও স্বচ্ছ করা।

চার রাজ্যে হবে SIR

পশ্চিমবঙ্গ-সহ ভোটমুখী আরও কয়েকটি রাজ্যে একযোগে হবে SIR প্রক্রিয়া। ২০০২ এবং ২০২৫ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হবে। কমিশনের দাবি, এই ‘ম্যাপিং’ পদ্ধতি প্রক্রিয়াটিকে আরও দ্রুত ও স্বচ্ছ করে তুলবে।

খবর
আইসিইউতে শ্রেয়স আইয়ার! গুরুতর পাঁজরের চোটে উদ্বেগ

#SIR #WestBengalElection #VoterList #ElectionCommission #BLO #ERO #VoterUpdate #IndiaElection2025 #SIRProcess #VoterRevision

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক