জনপ্রিয় অভিনেত্রী হয়ে গেলেন ‘কল গার্ল’? প্রকাশ্যে বললেন, ‘আমি গর্বিত’, জানুন আসল ঘটনা

জনপ্রিয় অভিনেত্রী থেকে একেবারে ‘কলগার্ল’! কী এমন হয়েছিল যে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে এই পেশা বেছে নিতে হলো? কি অবাক হলেন তো? ভাবছেন অভিনেত্রী থেকে তিনি ‘কলগার্ল’ হয়ে গেলেন কবে? আসলে একটি সিনেমায় জন্য তাকে ‘কলগার্ল’এর চরিত্রে অভিনয় করতে হয়েছে।

20240415 192007

আমাদের সামনে এমন অনেক তারকারাই উঠে এসেছেন, যারা দক্ষিণী ইন্ডাস্ট্রির মাধ্যমে কেরিয়ার শুরু করলেও ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন। সেরকমই একজন অভিনেত্রী হলেন শোভিতা। ইতিমধ্যেই একাধিক বলিউড সিনেমা এবং সিরিজে কাজ করেছেন তিনি।

20240415 192017

আর এবার তিনি চর্চায় উঠে এসেছেন একজন ‘কলগার্ল’এর চরিত্রে অভিনয় করার জন্য। ৩১ বছর বয়সী শোভিতার অভিনয় দক্ষতা ইতিমধ্যেই মুগ্ধ করেছে সকলকে। বিশেষ করে তার ‘দ্য নাইট ম্যানেজার’ সিরিজে কাজ করার পর থেকে তিনি লাইমলাইটে উঠে এসেছেন। আর এবার তিনি কাজ শুরু করেছেন হলিউডে।

20240415 192027

হলিউডের ‘মাঙ্কিম্যান’ সিনেমায় দেব প্যাটেলের সাথে দেখা যাবে এই অভিনেত্রীকে। গত ৫ই এপ্রিল আমেরিকায় মুক্তি পেয়েছে ‘মাঙ্কিম্যান’। আগামী ২৬শে এপ্রিল সেটি ভারতে মুক্তি পাবে। নিজের চরিত্র নিয়ে ভীষণই আশাবাদী শোভিতা। তিনি মনে করেন কলগার্ল সীতার চরিত্রে কাজ করাটা অনেক সম্মানের।

Sobhita Dhulipala to play the role of a 'call girl' in Hollywood movie 'Monkey Man'

এই বিষয়ে ভীষণই খুশি হয়ে তিনি জানান,’এমন একটি চরিত্রে অভিনয় করে আমি গর্বিত বোধ করছি। আসলে যদি কোনো বিষয় আমাকে অনু্প্রাণিত করে, সেই বিষয়ের যদি মূল‍্য থাকে, তাহলে পর্দায় আমি সেই গল্পকে দেখতে চাই। আমি এমন চরিত্রের সঙ্গে একটা যোগসূত্র অনুভব করি।’

আরও পড়ুন,
*বৃহস্পতি গমন, ১লা মে থেকে ৩ রাশির ভাগ্য চমকাবে
*নববর্ষে স্বামীর কাঁধে হাত রেখে হাসিমুখে পোজ শ্রীময়ীর

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক