সম্প্রতি জি বাংলার পর্দায় ‘দাদাগিরি’ গেম শো’য়ে অনুষ্ঠিত হয়েছিল পয়লা বৈশাখ উপলক্ষে স্পেশাল এপিসোড। আর সেই এপিসোডে হাজির ছিলেন বাংলা গানের জগতের অনেকেই। গানে, হাসি, মজায় এদিনের শো জমে উঠেছিল। এদিন শো’য়ে হাজির ছিলেন শ্রীকান্ত আচার্য, জয়তী চক্রবর্তী, শুভমিতা বন্দ্যোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, সাহেব চট্টোপাধ্যায় এবং সুদীপ্তা চক্রবর্তী। আর এদিন এই শো-তে এক কাণ্ড ঘটনা সাহেব চট্টোপাধ্যায়।
একের পর এক ভুল উত্তরে সৌরভ গাঙ্গুলির ইয়ার্কির ফাঁদে পড়তে হয় তাকে। এদিনের এপিসোডে একটিও সঠিক উত্তর দিতে পারেননি সাহেব। আর তাই শেষ পর্যন্ত তার স্কোর মাইনাসে চলে যায়। এর পাশাপাশি তাকে গুগলি রাউন্ডে সৌরভ গাঙ্গুলি প্রশ্ন করেন সোমবার ও রবিবার কেনো লাল কালি দিয়ে দাগ দেওয়া সেটিরও উত্তর দিতে পারেননি তিনি।
পরপর ভুল উত্তরে তার স্কোর কমতে থাকে। এরপর সৌরভ তাকে মজা করে বলেন, “এটা কী করছ! কাউকে তো আর মুখ দেখাতে পারবে না!” সৌরভের এই কথায় অনেকেই হেসে ফেলেন। এদিন সাহেবকে দেখা যায় সৌরভকে উদ্দেশ্য করে গান গাইতে। দাদাকে প্রণামও করেন তিনি। এর পাশাপাশি প্রতিযোগী সকলের সঙ্গে সৌরভ বাক্যালাপ সারেন।
আরও পড়ুন,
*Dadagiri 10: নববর্ষে ‘দাদাগিরি’-র মঞ্চে সৌরভকে বিশেষ গান উৎসর্গ সাহেবের, কাদের গানে জমবে রবিবার?
এদিনের শো’য়ে হাজির ছিলেন সুদীপ্তা চক্রবর্তী। সৌরভ তাকে জিগ্যেস করেন, “তোমার আকাদেমিতে কী শেখাও? অভিনয় তো ময়দানে না নামলে শেখা যায় না।” এরপর সুদীপ্তা বলেন, “হ্যাঁ, একেবারেই তাই। অভিনয়ের আসল শিক্ষা ফ্লোরে না এলে পাওয়া যায় না। ময়দানে নামতেই হয় তার জন্য। তবে তুমি তোমার ক্রিকেট আকাদেমিতে যেমন টেকনিক্যাল জিনিস শেখাও, আমিও তেমনই অভিনয়ের টেকনিক্যাল জিনিস শেখাই।”
এরপর সৌরভ তা জীবন থেকে শেখা একটি কথা এই শো’য়ের মাঝে শেয়ার করেন। তিনি বলেন, “আমায় একবার একজন বলেছিলেন, রাস্তায় নেমে যতক্ষণ না হাত নোংরা হচ্ছে ততক্ষণ কাজ শেখা যায় না। ময়দানে নামতেই হয়।” এদিনের এপিসোড প্রচুর মানুষ দেখেছেন। এর পাশাপাশি তা সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল।।
আরও পড়ুন,
*‘প্লাস্টিক সার্জারি’র কথা বলে ট্রোল! জবাবে ধুয়ে দিলেন সমীক্ষা
*প্ৰয়াত তরুণ পরিচালক আবু তাওহীদ হিরণ!