সামাজিক মাধ্যমে প্রতিদিন নিত্য নতুন ভিডিও ভাইরাল হয়ে চলেছে। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই নানান কাজের জন্য ট্রোলড হন। সেলিব্রিটি ট্রোলড হওয়ার ঘটনা বেশি দেখা যায়। কিন্তু অনেকে সেলিব্রিটি রয়েছেন যারা এসব বিষয়কে বিশেষ তোয়াক্কা করেন না। কিন্তু ট্রোলের মাত্রা কিছু সময় এতটাই মাত্রাতিরিক্ত হয় যার ফলে কেউ কেউ সেই ট্রোলের জবাব দিতে ছাড়েন না।
এবার তেমনই এক দৃশ্য ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায়। এবার সেলিব্রিটি অভিনেত্রী ভূমি পেডনেকর ও তার বোন সমীক্ষা পেডনেকর ট্রোলড হলেন। ট্রোলড হওয়ার পর ট্রোলারদের পাল্টা জবাব দিয়েছেন ভূমির বোন সমীক্ষা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ট্রোলের জবাব। সমীক্ষা এবার আর চুপ করে থাকেননি। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে।
ভূমি ও তার বোন সমীক্ষা দেখতে অনেকটা একইরকম। যা দেখে অনেকেই ভিরমি খেতে পারেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তারা একটি ভিডিও পোস্ট করেছেন। অনেকেই দেখে বুঝতে পারেননি কোনটা ভূমিও কোনটা সমীক্ষা। কারণ তাদের দু’জনের মুখের গড়নে রয়েছে বেশ মিল। সম্প্রতি দুই বোনের পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে তাদের লিপস্টিক পরতে। দু’জনেই বেশ সুন্দর সাজে হাজির হয়েছিলেন।
এই ভিডিও দেখে অনেকেই যেমন প্রশংসা করেছেন তেমনই কেউ কেউ ট্রোল করতেও ছাড়েননি। কেউ লিখেছেন, ভূমিও সমীক্ষাকে প্রায় একরকম দেখতে। কেউ বলছেন, তারা প্লাস্টিক সার্জারি করিয়েছেন। একজন মন্তব্য করেছেন, “প্লাস্টিকের সার্জারি অবাক করার মতন।” এরপরই সমীক্ষা জবাব দিয়েছেন।
সমীক্ষা মন্তব্য করেছেন, “প্লাস্টিক মানে কী?” আরেকজন লিখেছেন, “যখন আমাদের একই সার্জন থাকে তখন এমন হয়। আমরা দুজনের মধ্যে পার্থক্য বুঝতে পারি না।” এরপর সমীক্ষা পাল্টা জবাব দিয়েছেন, “হয়তো একই বাবা-মা হবে।”
আরও পড়ুন,
*নতুন প্রেমের তুমুল গুঞ্জনের মুখে, ‘আমি আর…’, বললেন কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি
*‘হটনেস অ্যালার্ট’ রাইমার! বোল্ড অবতারের উষ্ণতা বাড়িয়ে তুললেন জনপ্রিয় অভিনেত্রী