২০০ কোটির মেগা বাজেট ‘কিং’-এর! সুহানার ডেবিউ ছবির জন্য বিরাট বাজি শাহরুখের

200 million mega budget of 'King'! Shah Rukh's big bet for Suhana's debut film

এবার বড় পর্দায় আসতে চলেছে বাবা ও মেয়ের জুটি। এবার একসঙ্গে সিনেমার পর্দায় হাজির হতে চলেছেন সুহানা খান ও শাহরুখ খান। পরিচালক সুজয় ঘোষ ও সিদ্ধার্থ আনন্দ’র পরিচালনায় নতুন ছবি ‘কিং’-এর মধ্যে দিয়ে তাদের অভিনয় জগতে একসঙ্গে সূচনা ঘটতে চলেছে। জানা যাচ্ছে, ‘কিং’ ছবিটি ‘লিওন : দ্য প্রফেশনাল’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হবে। ইতিমধ্যে ছবি নিয়ে একাধিক মিটিং সম্পন্ন হয়েছে।

জানা যাচ্ছে, আগামী মে মাস থেকে ছবির শ্যুটিং শুরু হতে চলেছে। চলতি বছরের ডিসেম্বর মাসে ‘পাঠান ২’ ছবির শ্যুটিং-এ ব্যস্ত হয়ে পড়বেন শাহরুখ খান। আর সেই কারণে আগেই শুরু করা হবে ‘কিং’ ছবির শ্যুটিং। ‘কিং’ ছবিতে একেবারে অন্য রূপে দেখা যাবে শাহরুখকে। সঙ্গে থাকবেন সুহানা৷ বর্তমানে ছবিটি নিয়ে শাহরুখ ও সুহানার সঙ্গে অনবরত মিটিং করে চলেছেন সুজয় ঘোষ ও সিদ্ধার্থ আনন্দ।

জানা গিয়েছে, গত বছর অক্টোবর মাস থেকে এই আলোচনা শুরু হয়। ফেব্রুয়ারী মাস পর্যন্ত একাধিক মিটিং করেছেন তারা। আগামী মে মাস থেকে শুরু হতে চলেছে ছবিট শ্যুটিং। সিনেমার স্ক্রিপ্ট তৈরি এবং তাতে একাধিক বদল করে তৈরি করা হয়েছে নতুন স্ক্রিপ্ট। এই সিনেমাতে একটি বড় অংশ জুড়ে রয়েছে অ্যাকশন দৃশ্য। ছবিতে বিশ্বমানের অ্যাকশন সিকোয়েন্স তৈরি করা হবে।

আরও পড়ুন,
*‘বাড়িতে একদম ঢোকাবে না এসব’, শাহরুখ খানকে চোখ রাঙানি গৌরীর!

এই ছবির অ্যাকশন দৃশ্যের জন্য ইতিমধ্যে সুহানা তার স্কিলগুলি নিজের মধ্যে আয়ত্ত করার কাজ শুরু করে দিয়েছেন। জানা যাচ্ছে, মন্নতে চলছে সেই অনুশীলন। কিছু কিছু সময় শাহরুখও থাকছেন কিছু কিছু সেশনে। ছবিটি ২০০ কোটির মেগা বাজেট রাখা হয়েছে। ছবির পরিচালকগণ পশ্চিমের স্টান্ট ডিরেক্টরদের সঙ্গে কিং ছবির জন্য আলোচনা করছেন।

সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, সিদ্ধার্থ আনন্দ আন্তর্জাতিক স্তরে সিনেমা তৈরির চিন্তা করেন। তিনি শাহরুখের সঙ্গে গ্লোবাল অ্যাকশন থ্রীলার বানাতে চান। ছবিটি প্রযোজনা করবে দু’টি সংস্থা যথা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স এন্টারটেনমেন্ট। সম্ভবত ২০২৫ সালে মুক্তি পেতে চলেছে এই ছবিটি।

আরও পড়ুন,
*Dadagiri 10: ‘কাউকে তো আর মুখ দেখাতে পারবে না’, সৌরভের ইয়ার্কির ফাঁদে সাহেব
*‘প্লাস্টিক সার্জারি’র কথা বলে ট্রোল! জবাবে ধুয়ে দিলেন সমীক্ষা