৩ নাম্বার বউ শ্রীময়ীর জন্য এই কাজ শিখচ্ছেন কাঞ্চন Sangbad Bhavan
বিয়ের পর কাঞ্চনকে দিয়ে শ্রীময়ী এমন একটি কাজ করালেন যা তিনি কোনোদিনও করেননি। সম্প্রতি এমনটাই জানালেন অভিনেতা। গত ২রা মার্চ বিয়ের পিঁড়িতে বসেছেন কাঞ্চন এবং শ্রীময়ী। হাজারো সমালোচনা উপেক্ষা করে সারাজীবনের জন্য একে অপরের হয়ে গিয়েছেন এই জুটি।
বিয়ের পর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লাইভ এসেছিলেন তারা দু’জন। মূলত যারা তাদের বিয়ের জন্য শুভেচ্ছাবার্তা দিয়েছেন তাদের ধন্যবাদ জানাতেই লাইভে এসেছিলেন তারা। সেখানে এসে কাঞ্চন জানালেন এতোদিন পর্যন্ত তিনি যে কাজটা করেননি সেটাই তাকে দিয়ে করিয়েছেন তার স্ত্রী।
৫৩ বছর বয়সে কি শিখছেন কাঞ্চন
হয়তো অনেকেই জানেন সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় থাকেন না অভিনেতা। মূলত তার পিআর টিম তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সামলায়। আর এবার লাইভে এসে তিনি জানালেন, ‘আমি সোশ্যাল মিডিয়া সম্পর্কে অত কিছু জানিনা। তবে শ্রীময়ী আমাকে সব শেখাচ্ছে। একদিন দেখবেন আমি নিজের থেকে এসব করছি।’
এরপরে শ্রীময়ীকে বলতে শোনা যায়, ‘সকলের কাছ থেকে প্রচুর শুভেচ্ছাবার্তা পেয়েছি। বিয়ের পর আমাদের প্রথম শিবরাত্রি ছিল। যখন আমি শিবমন্দিরে গিয়েছিলাম তখন সবাই রাস্তায় ধরে ধরে বলেছে খুব ভালো লাগছে। এটাই আমার কাছে আশীর্বাদ।’
এরপর আবার তাকে থামিয়ে কাঞ্চন বলেন, ‘সামনেই তো বসন্ত উৎসব। আপনারা সকলে বসন্তের রঙে মেতে উঠুন। না কোনো বিশেষ রঙে নয়। বসন্তের রঙে নিজেকে রাঙিয়ে তুলুন। প্রেমের সঙ্গে হোলি খেলুন। প্রেমের রং আপনাদের মনে লাগুক।’