এবার দ্বিতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলি। ২১শে জুলাই আইনি বিবাহ সারলেন নবদম্পতি। আর এই বিয়ের জন্য গাঙ্গুলি বাড়িতে খুশির হাওয়া। স্নেহাশিস গাঙ্গুলি CAB-এর প্রেসিডেন্ট। এর পাশাপাশি তিনি দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। বহু ক্রিকেট খেলেছেন।
যদিও সৌরভ গাঙ্গুলির মতন জনপ্রিয় হয়ে ওঠেননি। তবে দাদা স্নেহাশিসের হাত ধরেই কেলার জগতে পা দেন সৌরভ। দাদা স্নেহাশিসের হাত ধরে ক্রিকেট খেলে বাংলার বহু ক্রিকেট ম্যাচ জিতেছেন তিনি। এদিকে স্নেহাশিস তার দীর্ঘদিনের বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে।
বিয়ের সময় তাদের দু’জনকে হলুদ রংয়ের পোশাকে দেখা গিয়েছে। তবে এদিন দাদার বিয়েতে হাজির ছিলেন না সৌরভ ও ডোনা৷ তবে জানা যাচ্ছে, তারা রিসেপশনের দিন হাজির হবেন। আগামী ৭ই আগস্ট ইএম বাইপাশের কাছে একটি হোটেলে আয়োজন করা হবে রিসেপশনের।
সেখানে সস্ত্রীক হাজির হবেন সৌরভ গাঙ্গুলি। স্নেহাশিস গাঙ্গুলি এর আগে নৃত্যশিল্পী মোম গাঙ্গুলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে গত বছর মোম গাঙ্গুলি স্নেহাশিসের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা আনেন। এরপরই তাদের বিচ্ছেদ হয়।
প্রথম বিবাহবিচ্ছেদের পর ফের দ্বিতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসলেন স্নেহাশিস গাঙ্গুলি। তার বয়স এখন ৫৯ বছর। এদিকে নববধূ অর্পিতার এটি দ্বিতীয় বিয়ে। তিনি পেশায় একজন ব্যবসায়ী। বিয়ের জন্য গাঙ্গুলি বাড়িতে এখন খুশির হাওয়া।