সোহিনীর মুখে স্বীকারোক্তি, অনির্বাণের সঙ্গে ছিল প্রেমের সম্পর্ক

অভিনেত্রী সোহিনী সরকার অবশেষে স্বীকার করলেন, একসময় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। বর্তমানে শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সুখী দাম্পত্যে রয়েছেন তিনি।

টলিপাড়ার দুই জনপ্রিয় মুখ— সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্য। একাধিক সিনেমা ও ওটিটি প্রজেক্টে তাঁদের রসায়ন দর্শককে মুগ্ধ করেছে। কিন্তু পর্দার বাইরেও কি ছিল সম্পর্ক? দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনে এবার নিজেই সিলমোহর দিলেন সোহিনী।

টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, “আসলে ঘনিষ্ঠ নয়, একটা সময় আমাদের সম্পর্কও ছিল।” তাঁর এই বক্তব্যে স্পষ্ট হয়ে গেল, অনির্বাণের সঙ্গে সত্যিই প্রেমের সম্পর্কে ছিলেন তিনি।

তবে বর্তমানে অনির্বাণ কাজহীন। ফেডারেশন ও পরিচালকদের দ্বন্দ্বে তৈরি জটিলতার কারণেই নাকি এই অবস্থা। প্রাক্তন প্রেমিকের এমন পরিস্থিতি নিয়ে সোহিনীর প্রতিক্রিয়া— “এটা হওয়া উচিত ছিল না। কাজের মানুষকে কাজ থেকে বাদ দেওয়া ঠিক নয়।”

অন্যদিকে, অনির্বাণ এখন মাইম শিল্পী মধুরিমা গোস্বামীর স্বামী। ২০২০ সালে বিয়ে করেন দুজনে। মাঝখানে সম্পর্ক ভাঙার গুঞ্জন উঠলেও আবার এক হয়েছেন তারা।

অভিনেত্রী সোহিনী নিজেও এখন স্থিতিশীল। ২০২৪ সালের ১৫ জুলাই গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তার আগে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন সোহিনী, তবে ২০২৩ সালের শুরুতে সেই সম্পর্কের ইতি টানেন।

টলিউডের এই সম্পর্ক-রহস্য ফের আলোচনায় আনল সোহিনীর অকপট স্বীকারোক্তি— “হ্যাঁ, একটা সময় আমাদের সম্পর্ক ছিল…”

#SohiniSarkar #AnirbanBhattacharya #Tollywood #BengaliCinema #CelebrityNews #SohiniAnirban #EntertainmentNews #OTT #BengaliActress #AnirbanMadhurima

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক