Sohini: সম্প্রতি এবার শীতযাপন করতে দেখা গেলো অভিনেত্রী সোহিনী সরকারকে (Sohini)। শীতের আলতো আমেজ ভরপুর গায়ে মেখে নিয়েছেন তিনি। তারই কয়েক ঝলক পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। মূলত একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।
যেখানে দেখা যায় কখনো শাড়ি পরে রয়েছেন আবার কখনো কিশোরীর মতোন ফ্রক। প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য্যের মধ্যে হেঁটে চলেছেন আপনমনে কখনো বা দোলনায় দুলছেন, আবার তার সেই প্রাণখোলা হাসিতে ভরিয়ে তুলেছেন সকলকে। ভিডিওটি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘রোদ বেলা আর শীতকাল।’
আসলে প্রকৃতির মাঝে সময় কাটাতে বরাবর ভালোবাসেন তিনি। সময় ও সুযোগ পেলেই বেরিয়ে পড়েন এদিক-ওদিক। গাছপালা, ফুল-পাখিদের সাথে খানিকটা সময় উপভোগ করেন। তার এই বিষয়টি অনুরাগীরাও বেশ পছন্দ করেন। কারণ, অন্যান্য তারকারা যেখানে বিভিন্ন ক্লাব বা পার্টিতে মজে থাকেন সেখানে তিনি একান্তে সময় কাটান পরিবেশে।
এই ভিডিওটি পোস্ট করতেই তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকের মুখে একটাই কথা অভিনেত্রীর বয়স বাড়ছে না বরং সময়ের সাথে সাথে তার কৈশোর ফিরে আসছে। এখনো সেই কিশোরীসুলভ চপলতা দেখা যায় তার মধ্যে। যা বেশ পছন্দ করেন ভক্তরা।
অন্যদিকে যদি আমরা তার কেরিয়ার দেখি তাহলে তাকে প্রতিম ডি গুপ্তের ‘রান্নাবাটি’ সিনেমায় দেখা গিয়েছে। এছাড়াও ওই একই পরিচালকের পরবর্তী সিরিজে অভিনয় করবেন তিনি, যার নাম ‘কর্মা কোর্মা।’ বেশ অন্য রকমের একটি চরিত্র ফুটিয়ে তুলতে চলেছেন সোহিনী। তিনি ছাড়াও সেখানে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, ঋতাভরী চক্রবর্তী প্রমুখ।
#Sohini #winter
