ইতালি পোঁছেই ‘মাফিয়া’ হতে চাইলেন সোনাক্ষী-জাহির! জানুন কারণ

এবার নতুন চরিত্রে আর্জি জানালেন জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা! তবে কোনো সাধারণ চরিত্র নয় একেবারে সিনেমার মাফিয়া হতে চাইলেন তিনি। কি অবাক হচ্ছেন তো? ভাবছেন এ আবার কোন ধরনের আর্জি? আসলে সম্প্রতি স্বামী জাহির ইকবালকে নিয়ে ইতালিতে পাড়ি দিয়েছেন তিনি।

ইতালির অলি-গলিতে ঘুরে বেড়াচ্ছেন স্বামীর সাথে। সেখানে গিয়ে এমন পোশাক পরেছেন তারা যে তাদের দেখে মনে হবে কোনো সিনেমার মাফিয়া চরিত্র। সে বিষয়টি মজার ছলে বলেছেন তিনি। একাধিক ভঙ্গিমায় পোজ দিতে দেখা গিয়েছে দু’জনকে। দু’জনের পরনে রয়েছে কালো রঙের পোশাক।

জাহির পরেছেন কালোর উপর সাদা স্ট্রাইপ দেওয়া কোট-প্যান্ট, অন্যদিকে সোনাক্ষীর পরনে রয়েছে কালো প্যান্ট এবং উপরে ওভারসাইজ জ্যাকেট, চোখে কালো চশমা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কেউ কি ইতালির মাফিয়া সিনেমার জন্য অভিনেতা নির্বাচন করছেন? আমাদের ফোন করুন।’

যা দেখার পর ভীষণই মজা পেয়ে নেটিজেনরা। তারা বিভিন্ন মজার মন্তব্য করেছেন। সকলের মুখে একটাই কথা ভীষণই মজার এই অভিনেত্রী। আসলে সবসময় জীবনটাকে ভরপুর উপভোগ করতে পছন্দ করেন তিনি। এছাড়া অন্যান্য প্রশংসাসূচক মন্তব্যতে ভরিয়া তুলেছেন সকলে। বিশেষ করে তার ফ্যাশন সেন্সের।

উল্লেখযোগ্য, গত জুন মাসে সমাজের চিরাচরিত প্রথাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভিন্নধর্মী জাহিরকে বিয়ে করেছেন সোনা। এই নিয়ে কম কথা শুনতে হয়নি তাদের। তবে বিয়ের পর চুটিয়ে আনন্দ করছেন তারা। ঘুরে বেড়াচ্ছেন দেশের তথা বিদেশের বিভিন্ন জায়গায়। এছাড়া মজার মজার কাণ্ড করে বেড়াচ্ছেন। সবমিলিয়ে বেশ আনন্দে রয়েছেন এই জুটি।