অতীতের ‘আজান বিতর্ক’-কে সরিয়ে রেখে নতুন করে সম্প্রীতির বার্তা দিলেন গায়ক সোনু নিগম, ভাইরাল সেই ভিডিও

একসময় আজানের শব্দ নিয়ে আপত্তি তুলেছিলেন তিনি। এবার সেই আজানের জন্য নিজের অনুষ্ঠান দুই মিনিটের জন্য বন্ধ রেখে গোটা দেশের কাছে প্রশংসার পাত্র হয়ে উঠলেন সোনু নিগম। আর সেই ক্যামেরাবন্দী মূহুর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আজানের শব্দে ঘুম ভাঙায় টুইটারে টুইট করেছিলেন সোনু নিগম। বছরখানেক আগে তার করা সেই মন্তব্য দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করে। তার এহেন বক্তব্য মেনে নিতে পারেননি তার অনেক অনুরাগীও।

টুইটারে সেইসময় টুইট করে তিনি লেখেন, “আমি মুসলিম নই। তবু আজানের শব্দে সকালে আমার ঘুম ভাঙে। ভারতে ধর্ম নিয়ে এই জোরাজুরি কবে বন্ধ হবে?” তার এই মন্তব্য নেট দুনিয়ার পাশাপাশি বাস্তবে অনেকেই প্রতিবাদ করেছেন। সোনু নিগমের করা সেই মন্তব্য নিয়ে কম জলঘোলা হয়নি। এরই মাঝে সম্প্রতি সোনু নিগম আজানের শব্দ শুনে অনুষ্ঠান থামিয়ে যে সম্প্রীতির বার্তা দিয়েছেন তা নজর কেড়েছে সকলের।

এবার ‘আজান বিতর্ক’-কে পাশে রেখে একটি নতুন সম্প্রীতির সূচনা করলেন সোনু নিগম। সম্প্রতি শ্রীনগরে প্রথমবার অনুষ্ঠান করতে হাজির হন সোনু নিগম। তার অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল ডাল লেকের সামনে এসকে ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে। আর সেখানেই অনুষ্ঠান করার মাঝে হঠাৎই গায়ক বলে ওঠেন, একটু পরেই আজান শুরু হবে, তাকে যেনো দুই মিনিট সময় দেওয়া হয়। সেই মূহুর্তে অনুষ্ঠান থামিয়ে দেন সোনু নিগম। দুই মিনিট পর ফের চালু করেন অনুষ্ঠান।

যদিও অনেকের বক্তব্য, সোনু নিগমের ওই অনুষ্ঠানে বিশেষ ভীড় হয়নি। শোনা যাচ্ছে, বয়কট রব ওঠার জন্য নাকি গায়কের অনুষ্ঠানে শ্রোতার সংখ্যা আশানুরূপ হয়নি। তবে এমন অনুষ্ঠানের মাঝেও সোনু নিগম একটি নতুন উদাহরণ তৈরি করে ফেললেন। আর সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই সোনু নিগমের এমন পদক্ষেপের প্রশংসা করেছেন। এহেন ক্যামেরাবন্দী মূহুর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নিমেষেই।

#sonunigam #srinagarconcert #viralvideo

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক