পরনে কালো টপ আর ডেনিম শর্টস, পেছনে কুয়াশাভরা পাহাড়ের অপরূপ সৌন্দর্য্য, আকাশের দিকে তাকিয়ে ভরপুর নিঃশ্বাস নিলেন শ্রীলেখা

প্রাণভরে নিঃশ্বাস নিতে পাহাড়ের কোলে ছুটে গিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র! আর সেখানে গিয়ে আরো কিছুটা শক্তি সঞ্চয় করছেন আগামীদিনের লড়াইয়ের জন্য। এমনটাই লিখেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। কয়েকদিন আগেই একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলেন চারিদিকের এতো অরাজকতা দেখে তিনি ক্লান্ত হয়ে গিয়েছেন।

তাইতো একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে শহর থেকে অনেক দূরে যেতে চান। সেই মতো ব্যাগপত্র গুছিয়ে পাহাড়ে চলে গিয়েছেন তিনি। ইতিমধ্যে সেখান থেকে একাধিক ছবিও পোস্ট করেছেন। সম্প্রতি আরও একটি ছবি তুলে ধরেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যার ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ শক্তি সঞ্চয় করছি।’

ছবিতে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে একটি কালো টপ এবং ডেনিম শর্টস। পেছনে কুয়াশাভরা পাহাড়ের অপরূপ সৌন্দর্য্য ফুটে উঠেছে। আকাশের দিকে তাকিয়ে ভরপুর নিঃশ্বাস নিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর তাকে দেখার পর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

উল্লেখযোগ্য, আর. জি কর কাণ্ডের প্রতিবাদে প্রথম থেকেই সক্রিয় ভূমিকা পালন করেছেন শ্রীলেখা। বরাবরই ঠোঁটকাটা স্বভাবের এই অভিনেত্রী। সত্যিটা সকলের সামনে জোর গলায় বলতে কখনোই ভয় পান না তিনি। রাত দখলের কর্মসূচী থেকে শুরু করে রাস্তায় হাঁটা সবেতেই দেখা গিয়েছে তাকে।

তবে এতো প্রতিবাদের পরেও এখনো পর্যন্ত সুবিচার পায়নি ‘তিলোত্তমা’। তাইতো এসব অরাজকতা দেখে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। তার পোস্টে তিনি জানিয়েছিলেন, ‘কাল আমার জন্মদিন আর আজকে আমি শহর ছেড়ে পালিয়ে যাচ্ছি। পালানো কিনা জানিনা। তবে চারপাশের এই অরাজকতা আর নিতে পারছি না। কয়েকদিন প্রাণভরে নিঃশ্বাস নিতে চাই।’

আরও পড়ুন,
*মেহেন্দির জীবন নষ্ট করে মালার সাথে ফুলশয্যা! উৎসবকে শায়েস্তা করলো ‘জগদ্ধাত্রী’