এবার সপরিবারে তারাপীঠে পুজো দিতে গেলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ এবং তার স্বামী তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। বিগত কয়েকদিন ধরে বেশ ঘোরাঘুরি করছেন তারা। এই যেমন কয়েকদিন আগেই পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন সকলে মিলে। আর এবার ফিরেই পৌঁছে গেলেন তারাপীঠ।
এদিন পুজো দিয়ে নিজেদের মনোস্কামনা জানালেন তারা মায়ের কাছে। শুধু তাই নয় কৃতজ্ঞতা প্রকাশ করলেন কন্যা সন্তানের জন্য। এদিন সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটা ছবি পোস্ট করেছেন শ্রীময়ী। যেখানে দেখা যায় কখনো মায়ের দর্শনের লাইনে দাঁড়িয়ে রয়েছেন আবার কখনো সকলের সাথে ছবি তুলছেন।
এদিন তাদের এক ঝলক দেখার জন্য ভীড় ছিল চোখে পড়ার মতোন। ভক্তরা তাদের ঘিরে ধরেছিলেন ছবি তোলার জন্য। সকলের সাথে হাসিমুখে ছবি তুলতে দেখা গিয়েছে তাদের। ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘জয় জয় তারা।’
ছবিতে দেখা যায় শ্রীময়ীর পরনে রয়েছে লাল-সাদা সালোয়ার, অন্যদিকে কাঞ্চন পরেছেন লাল পাঞ্জাবী এবং পাজামা। দু’জনকে ভীষণ উচ্ছ্বসিত দেখাচ্ছিলো। আসলে মায়ের দর্শন পেয়ে ভীষণই আনন্দিত হয়েছিলেন তারা দু’জন যা ফুটে উঠেছিল তাদের চোখেমুখে।
উল্লেখযোগ্য, সকলের হাজারো সমালোচনা পেরিয়ে সুখে সংসার করছেন কাঞ্চন এবং শ্রীময়ী। এছাড়া কন্যা সন্তান জন্মানোর পর তাদের সুখ বেড়ে গিয়েছে বহুমাত্রায়। এইতো সেদিন ছোট্ট মেয়েকে নিয়ে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন তারা। সেখান থেকে পোস্ট করেছিলেন একগুচ্ছ ছবি। সেখান থেকে ফিরে এসে আবার পৌঁছে গেলেন তারাপীঠ। সবমিলিয়ে বেশ আনন্দে কাটছে তাদের দিন।
আরও পড়ুন,
*‘আমারো পরাণ যাহা চায়’..গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিমি! দেখুন ভিডিও