SRK-Kajol: শাহরুখ-কাজলের মূর্তি স্থাপিত হলো লন্ডনে! উচ্ছ্বসিত তারকা জুটি

SRK-Kajol: বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh) এবং কাজলের (Kajol) অভিনয় জীবনে অভূতপূর্ব সাফল্য লাভ! সম্প্রতি লন্ডনে উন্মোচিত হলো ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র রাজ-সিমরনের ব্রোঞ্জ মূর্তি। বলিউডের প্রথম কোনো সিনেমা এমন সাফল্য লাভ করলো যেখানে সিনেমার দুই চরিত্রের মূর্তি স্থাপন করা হলো লেস্টার স্কয়ারে।

১৯৯৫ সালের মুক্তি পেয়েছিলা যশ চোপড়া পরিচালিত সিনেমা ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে।’ গত অক্টোবর মাসে সেটি মুক্তির ৩০ বছর সম্পূর্ণ করলো। এই উপলক্ষ্যেই লন্ডনের বিখ্যাত লেস্টার স্কোয়ারে স্থাপন করা হলো সিনেমার প্রধান চরিত্র সিমরন এবং রাজের মূর্তি। সম্প্রতি শাহরুখ এবং কাজল সেখানে উপস্থিত হয়ে তা উন্মোচন করেন।

ভীষণই আনন্দের সাথে এই সুখবর সকলের সাথে ভাগ করে নিয়েছেন অভিনেতা। বেশ কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বড়ো বড়ো দেশগুলিতে এই ধরনের ছোট ছোট ঘটনা ঘটতেই থাকে, সেনোরিটা। আজ লন্ডনের লেস্টার স্কোয়ারে রাজ ও সিমরানের ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করতে পেরে রোমাঞ্চিত, দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের ৩০ বছর উদযাপন!’

‘অবিশ্বাস্যভাবে আনন্দিত যে ডিডিএলজে প্রথম ভারতীয় চলচ্চিত্র যা স্কোয়ার ট্রেইলে একটি মূর্তি দিয়ে সম্মানিত হয়েছে। এটি সম্ভব করার জন্য ইউকের সকলকে অনেক ধন্যবাদ। লন্ডনে থাকলে রাজ ও সিমরনের সাথে দেখা করতে এসো। আমরা তোমাদের ডিডিএলজের সাথে আরও স্মৃতি তৈরি করা দেখতে চাই।’

উল্লেখযোগ্য, ৩০ বছর আগে মুক্তি পেলেও এই সিনেমা নিয়ে ভক্তদের মনে সেই একই উন্মাদনা, একই উত্তেজনা রয়ে গিয়েছে। সিনেমায় কাজল এবং শাহরুখ অভিনয় করেছিলেন সিমরন ও রাজের চরিত্রে। সিনেমার বিভিন্ন সংলাপ এখনো মুখে মুখে ঘোরে দর্শকদের। এই বিষয়টিকেই উদযাপন করা হলো ব্রোঞ্জ মূর্তি উন্মোচনের মাধ্যমে।

#SRK #Kajol #DDLJ

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক