ইউভান-ইয়ালিনি নয়, প্রথম সন্তানকেই নিজের পদবি দিয়েছেন শুভশ্রী, কে সে? জানুন

টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এখন দুই সন্তানের মা। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই শেয়ার করেন ছেলে ইউভান এবং মেয়ে ইয়ালিনির সঙ্গে নানা মুহূর্ত। বর্তমানে তারকাদের মধ্যে সন্তানকে মা-বাবা উভয়ের পদবি দেওয়ার প্রবণতা দেখা গেলেও, শুভশ্রী-রাজ তাঁদের দুই সন্তানকে দিয়েছেন বাবার ‘চক্রবর্তী’ পদবি। তবে এর ব্যতিক্রম তাঁদের প্রথম ‘সন্তান’—চিহুয়াহুয়া প্রজাতির পোষ্য জিলাটো।

জিলাটোর বয়স এখন ১২। বিয়ের পর শুভশ্রী তাঁকে সঙ্গে করে এনেছিলেন নিজের শ্বশুরবাড়িতে। বিদায় থেকে বধূবরণ—জীবনের প্রতিটি মুহূর্তেই কোলে ছিল আদরের জিলাটো। পরিবারের সদস্যদের কাছে সে ‘জিলাটো দাদা’। এমনকি ছোট্ট ইয়ালিনি নিজের নাম বলার সময় মা আর জিলাটোর সঙ্গে বলে ‘গাঙ্গুলি’। সেই ভিডিও সাম্প্রতিক সময়ে ভাইরালও হয়।

পেশাগত দিক দিয়ে এখন ভীষণ ব্যস্ত শুভশ্রী। ‘গৃহপ্রবেশ’, ‘ধূমকেতু’র মতো হিট সিনেমার পর আসছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’। পাশাপাশি হইচইয়ের ‘অনুসন্ধান’ ও ‘ওয়েটিং রুম’—দুটি নায়িকা-প্রধান প্রকল্পও রয়েছে তাঁর হাতে।

বর্ধমানের মেয়ে শুভশ্রীর কেরিয়ার শুরু হয়েছিল সাইড রোল দিয়ে। রাজ চক্রবর্তীর ‘চ্যালেঞ্জ’ ছবি ঘুরিয়ে দেয় তাঁর কর্মজীবনের মোড়। পরে প্রেম, তারপর ২০১৮ সালে বিয়ে। ২০২০ সালে জন্ম ইউভানের, ২০২৩ সালে আসে ইয়ালিনি। পরিবার, কাজ—দুটোই এখন দক্ষতায় সামলাচ্ছেন অভিনেত্রী।

FAQ

১) শুভশ্রীর কতজন সন্তান?
দুই সন্তান—ইউভান ও ইয়ালিনি।

২) তাদের পদবি কী?
দু’জনেরই পদবি ‘চক্রবর্তী’, বাবার পদবি অনুসারে।

৩) শুভশ্রীর প্রথম ‘সন্তান’ জিলাটো কে?
জিলাটো একটি চিহুয়াহুয়া প্রজাতির পোষ্য কুকুর।

৪) জিলাটোর বয়স কত?
১২ বছর।

৫) ইয়ালিনি কোন পদবি বলে?
বাবা ও দাদার সঙ্গে ‘চক্রবর্তী’, আর মা ও জিলাটোর সঙ্গে ‘গাঙ্গুলি’।

৬) শুভশ্রী কীভাবে জিলাটোকে দেখেন?
নিজের সন্তানের মতোই, পরিবারের বড় ছেলে হিসেবেই পরিচয় করান।

৭) শুভশ্রীর সাম্প্রতিক কোন সিনেমা হিট হয়েছে?
‘গৃহপ্রবেশ’ ও ‘ধূমকেতু’।

৮) পরবর্তী সিনেমা কোনটি মুক্তি পাবে?
‘লহ গৌরাঙ্গের নাম রে’।

৯) শুভশ্রী কোন কোন ওয়েব সিরিজে আসছেন?
হইচইয়ের ‘অনুসন্ধান’ এবং ‘ওয়েটিং রুম’।

১০) শুভশ্রী ও রাজ কবে বিয়ে করেন?
২০১৮ সালে।

#ShubhashreeGanguly
#TollywoodNews
#CelebrityFamily

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক