পুরীর সমুদ্রসৈকতের অপরূপ সৌন্দর্য্য উপভোগ করছেন ‘নটী বিনোদিনী’!..ভাইরাল ভিডিও

এবার ‘নটী বিনোদিনী’ রূপে পুরীর সমুদ্রসৈকতে ধরা দিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী! তাকে এই অবতারে দেখে মুগ্ধ ভক্তরা। কয়েক মাস আগেই সৃজিত মুখার্জি ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’র ঘোষণা করেছিলেন। এই সিনেমার বেশিরভাগ অংশই শ্যুট হবে নবদ্বীপে।

এছাড়াও পুরী, কলকাতা-সহ বিভিন্ন জায়গায় সিনেমা শ্যুটিং হওয়ার কথা ছিল। সেই মতোই পুরীতে শুরু হয়েছে সিনেমার শ্যুটিং। বিভিন্ন কলাকৌশলীদের ইতিমধ্যেই পুরীর সমুদ্রসৈকতে দেখা গিয়েছে। যার মধ্যে অন্যতম হলেন শুভশ্রী। জগন্নাথদেবের মন্দিরের পুজো দিয়ে শুভ সূচনা করেছেন তারা।

সেই ছবিও ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। এদিন যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে তাকে নটি বিনোদিনী রূপে দেখা গিয়েছে। পরনে সবুজ রঙের শাড়ি, সোনার গয়না, মাথায় খোঁপা; এক কথায় তাকে দেখে মুগ্ধ সকলে। ক্যাপশনে লেখা, ‘দ্যাখো দ্যাখো কানাইয়ে, আঁখি ঠারে ওই
ইঙ্গিত অঙ্গুলি, চম্পকসমকলি, চলতে নারি আমি, ধর আমায় সই..।’

উল্লেখযোগ্য, এই সিনেমা মূলত তিনটি সময়কাল নিয়ে তৈরি হতে চলেছে। যার একদিকে থাকবে চৈতন্যদেবের জীবনের বড়ো অংশ, তার চরিত্রে অভিনয় করবেন দিব্যজ্যোতি দত্ত। এছাড়াও বাকি দুটি সময়কাল তৈরি হয়েছে নটী বিনোদিনী, গিরিশচন্দ্র ঘোষ, এক সুপারস্টার এবং পরিচালকের সম্পর্ক নিয়ে।

গিরিশচন্দ্র ঘোষের ভূমিকায় থাকবেন ব্রাত্য বসু। সুপারস্টারের ভূমিকায় ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়াও পরিচালকের ভূমিকায় অভিনয় করবেন ইশা সাহা। তবে সমস্ত সময়কাল কীভাবে মিলেমিশে একাকার হয়ে যায় সেই রহস্যই উদঘাটিত হবে এই সিনেমায়। আপাতত সিনেমাটি নিয়ে বেশ উত্তেজনা রয়েছে টলিউডমহলে।

error: Content is protected !!