Swastika: পশ্চিমবঙ্গের নয় বরং বরাবর দক্ষিণ ভারতের বাসিন্দা হতে চেয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি (Swastika)। সম্প্রতি সে তথ্যই তুলে ধরেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। হয়তো অনেকেই জানেন সাজগোজ করতে ভীষণই পছন্দ করেন তিনি। অন্যান্য রাজ্যের ঐতিহ্যবাহী সাজ সাবলীলভাবে তুলে ধরেন।
যেহেতু দক্ষিণ ভারতে অনেক রকম সাজগোজের বিকল্প রয়েছে সেই কারণে তিনি বরাবর সেখানকার বাসিন্দা হতে চেয়েছিলেন। এমনকি ছোটবেলা থেকেই বাবাকে বলতেন কেন তিনি এখানে জন্ম নিলেন কেন? তিনি দক্ষিণের বাসিন্দা হলেন না? তবে তা শুনে বাবা তাকে যা বলতেন সেটিও ভাগ করে নিয়েছেন সকলের সাথে।
আবহাওয়া
আপাতত মুক্তি বর্ষা থেকে, বঙ্গে শীতের আমেজ শুরু কবে থেকে? কী জানাল হাওয়া অফিস
এদিন একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি। পরনে লাল রঙের কাছা দেওয়া শাড়ি, নাকের দুই দিকেই গয়না, গলায় গয়না, খোঁপায় ফুলের মালা। একেবারে হুবহু দক্ষিণী সাজে ধরা দিয়েছেন তিনি। সাথে ক্যাপশনে তুলে ধরেছেন লম্বা বার্তা।
বিনোদন
Mimi: প্রত্যেকের কথা অমান্য করে একাই বরফের দেশে পাড়ি মিমির! দেখুন ভিডিও
“বাবা কে যেই বলতাম, ধুর আমার দক্ষিণে জন্মালেই ভালো হত, কত ফুল, গুঁড়ো টিপ, ওরা কি সুন্দর কাছা দিয়ে শাড়ি পরে, নাকের দু দিকে গয়না পরে। আমাদের সবই বোরিং। বাবা খবরের কাগজ থেকে এক ফোঁটা মাথা না তুলে উত্তরে বলত আমাদের এখানে এসব পাওয়া যায়না হ্যাঁ রে? বুবু কে বল কিনে এনে দিতে, পরে ফেল, কী সব নিয়ে যে দুঃখ করিস, তোর মা গিয়ে তোদের আমার ঘাড়ে ফেলে গেল, সারাদিন শুধু শাড়ি গয়না টিপ নিয়ে গজগজ।”
‘হ্যাঁ গো বাবা, বুবু (আমার বোন) কে বলেছি সব কিনে আনতে, পরেও ফেলেছি, ছবিও তুলেছি, আর তোমায় বলা হয়নি, দু দিকে নাক বিঁধিয়ে নিয়েছি। সেই কবেকার সাধ আমার, নাকে দুটো গয়না থাকবে। তুমি থাকলে এই দেখে আমার চেয়ে ডাবল গজগজ করতে যদিও। ইচ্ছে পূরণ।’
খবর
বিহারে পঁচিশের বিধানসভা নির্বাচনে লড়বেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বোন,চিনুন তাকে