মাঝেমধ্যে সেলিব্রিটি তারকাদের নানান ছবি ভাইরাল হয়। কোনোটি হয় ছোটোবেলার আবার কোনোটি কোমো মজাদার মুহূর্তের। এমন ছবি সেই সেলিব্রিটিদের অনুরাগীরাও নানান জায়গা তার সংগ্রহ করে পোস্ট করেন যা ভাইরাল হতে সময় নেয় না৷ তেমনই সম্প্রতি এক সেলিব্রিটি তারকার ছোটোবেলার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ছবিতে থাকা ছোট্ট মেয়েটি এখন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। এর পাশাপাশি তিনি বলিউডের একজন দক্ষ অভিনেত্রীও বটে। নিজের পায়ের মাটি একবারে শক্ত করে ফেলেছেন বলিউডে প্রবেশ করে। তবে তার সঙ্গে বাংলার নিবিড় যোগ রয়েছে। অর্থাৎ তার মা একজন জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক। বাংলা সিনেমা জগতের এক উজ্জ্বল নাম হলো অপর্ণা সেন। ভাইরাল হওয়া ছবিতে মেয়েটি তারই কন্যা কঙ্কনা সেনশর্মা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি কঙ্কনার ছোটোবেলার ছবি কোলাজ করে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “হে ঈশ্বর! এটা কঙ্কনার ছবি। চতুর্থ ছবিতে দেখুন একসঙ্গে ভারতীয় ছবির দুই কিংবদন্তি অভিনেত্রীকে দেখা যাচ্ছে।” এই পোস্টটি এক্স হ্যান্ডেলে রিপোস্ট করেন কঙ্কনা৷
তিনি রিপোস্ট করে লেখেন, “হাহা! দারুণ লাগল। হ্যাঁ এটা আমার মায়ের সতীর ছবির ক্লিপ লেজেন্ড শাবানা আজমির সঙ্গে।” ছবিটি অপর্ণা সেনের পরিচালিত ছবি ‘সতী’-এর সেটে তোলা হয়েছিল। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮৯ সালে। ছবিতে কঙ্কনার সঙ্গে দেখা যাচ্ছে শাবানা আজমিকে।
ছবিতে কঙ্কনাকে দেখা যাচ্ছে, লাল ডোরা কাটা শাড়ি পরে রয়েছেন তিনি৷ নাকে নোলক ঝুলছে তার। চোখে রয়েছে কাজল। টেনে খোঁপা করে বাঁধা রয়েছে চুল। কমল কুমার মজুমদারের একটি গল্প অবলম্বনে তৈরি হয়েছিল ছবিটি।
Omg you guys it’s Bébé @konkonas and the fourth picture is cinema herstory with two fabulous people in one frame. pic.twitter.com/naPwX8dEfQ
— Pokhraj Roy (@PokhrajRoy) May 20, 2024