বিশ্বের চতুর্থ বৃহত্তম শেষকৃত্য সমাবেশ, জুবিন গর্গকে আজ অন্তিম বিদায় জানানোর দিন

জুবিন গর্গকে আজ অন্তিম বিদায় জানানোর দিন। মৃত্যুর পরেও নিজের খ্যাতির প্রমাণ দিয়েছেন গায়ক। শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে হঠাৎ অচৈতন্য হয়ে পড়েন। স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ মৃত্যু হয়। জলে ডুবে মৃত্যু হয়েছে জুবিনের এমনটাই জানানো হয় ময়নাতদন্তে। কিন্তু মানতে নারাজ অসমবাসী।

তাই সকলের দাবি মেনে অসম সরকারের নির্দেশে মঙ্গলবার গায়কের দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়।সকালে ময়নাতদন্তের পর শুরু হয় শেষযাত্রা। মঙ্গলবার জাতীয় মর্যাদায় শেষকৃত্য হল। ‘লিমকা বুক অফ রেকর্ডস’ এর দাবি এটি ছিল বিশ্বের চতুর্থ বৃহত্তম শেষকৃত্য সমাবেশ। যেখানে তৃতীয় স্থানে মাইকেল জ্যাকসন।

জুবিনের প্ৰিয় ভক্তরা যাতে তাঁকে শেষবারের মতো দেখতে পারে সে কারণে ২৪ ঘন্টারও বেশি সময় ধরে গায়কের মৃতদেহ স্টেডিয়ামে রাখা হয়েছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য, ভুটানের রাজা, বাংলাদেশ হাই কমিশন, গায়ক পাপন শেষ শ্রদ্ধা জানিয়েছেন জুবিনকে।

মঙ্গলবার শেষকৃত্যের সিদ্ধান্ত হওয়ায় সোমবার দিনভর ভিড় জমান সকলে, প্রিয় গায়েককে শেষবারের মত দেখতে।গায়েককে শেষ শ্রদ্ধা জানাতে স্টেডিয়ামে এসেছিল গায়কের স্ত্রী গরিমা ও পরিবারের অন্যান্য সদস্যারা। তাঁর প্রিয় চার পোষ্যও এসেছিলো।

প্রসঙ্গ উল্লেখ,
গত শুক্রবার প্রয়াত হন গানের জগতের এক উজ্জ্বল নক্ষত্র জুবিন গর্গ। গায়কের আকস্মিক মৃত্যুতে স্তদ্ধ গোটা দেশ।বিনোদন জগতের এক অপূরণীয় ক্ষতি। মাত্র ৫২ বছর বয়সে তার মৃত্যু। শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় গায়ক জুবিন গর্গের। তিনি সেখানে একটি অনুষ্ঠানে গান করার জন্য গিয়েছিলেন। ঘটনা ঘটার পরদিনই তার সেখানে গানের অনুষ্ঠান করার কথা ছিল। কিন্তু অকস্মাৎ তার জীবনে নেমে আসে এক বিরাট বিপর্যয়।

আরও পড়ুন,
অভিনয় ছেড়ে রান্নার চ্যানেল খুললেন পরিণীতি! শীঘ্রই নেবেন দিলীপের পরামর্শ

error: Content is protected !!