ছবির যুবকটি এখন টলিউডের খ্যাতনামা অভিনেতা, গায়কও বটে, ভালো কোরে দেখুনতো চিনতে পারছেন নাকি?

একদিকে তিনি যেমন অসাধারণ গায়ক আবার একদিকে দুর্দান্ত অভিনয় করেন। সম্প্রতি তারই কম বয়সের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মূলত তিনি নিজেই সেই ছবিটি পোস্ট করেছেন। যেখানে তার সঙ্গে দেখা যাচ্ছে তৎকালীন প্রেমিকা অর্থাৎ বর্তমান স্ত্রীকে।

ছবিটি দেখে হয়তো অনেকেই চিনতে পেরেছেন আর যারা চিনতে পারেননি তাদের জানিয়ে রাখি তিনি হলেন শিল্পী শিলাজিৎ মজুমদার। তার গান শোনেননি এমন মানুষ নেই বললেই চলে। দর্শকদের রীতিমতো মাতিয়ে রাখেন তিনি তার গানের অনুষ্ঠানগুলিতে।

এদিন তার যৌবনের এই অদেখা ছবিটিতে দেখা যাচ্ছে স্ত্রী ইলিনাকে। ছবিতে শিলাজিৎ পরে রয়েছেন নীল টি-শার্ট। অন্যদিকে ইলিনার পরনে নীল রঙের সিল্কের শাড়ি। ক্যাপশনে, ‘অনেকদিন আগে। প্রায় ৩৫ বছরের পুরনো মুহূর্ত। ছবিটা খুব সম্ভবত পিঙ্কু তুলেছিল। পিঙ্কু নেই, ছবিটা থেকে গেছে।’

এই ছবি দেখার পর বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। যেমন একজন লিখেছেন, ‘তোমরা ভালো থেকো। আমাদের সেই শিলুদা। কাঁকুড়গাছির দিনগুলোর কথা মনে পড়ছে। ফিরে যেতে ইচ্ছে করছে সেই সব দিনে।’ আরেকজন লেখেন, ধী একদম মায়ের মতোন দেখতে হয়েছে। গলার স্বরটা অসাধারণ। এনজয় গুরু।’

উল্লেখযোগ্য, গানের পাশাপাশি তিনি কিন্তু ভালো অভিনয়ও করেন। এইতো কিছুদিন আগে তাকে দেখা গিয়েছে ‘অযোগ্য’ সিনেমায়। যেখানে মুখ্য চরিত্রে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই সিনেমাটি বেশ ভালো ফল পেয়েছে বক্সঅফিসে। এটি মূলত ঋতুপর্ণা-প্রসেনজিতের ৫০ তম সিনেমা ছিল।

আরও পড়ুন,
*আগস্টের প্রথম সপ্তাহেই জীবনে অভূতপূর্ব পরিবর্তন! কোন কোন রাশির?
*‘গুজব বন্ধ হোক’, শংকর চক্রবর্তীর মৃত্যুর খবর! চাঁচাছোলা ভাষায় প্রতিবাদ প্রবীণ অভিনেতার