হোটেলের বিল ২৭ লাখ টাকা! এক পয়সাও না দিয়ে পাঁচ দিন ধরে সপরিবারে কেনিয়া ঘুরলেন যুবক, কিন্তু কিভাবে?

আমরা আমাদের কর্মরত জীবন থেকে মাঝে মাঝে একটু স্বস্তি পাওয়ার জন্য অনেক সময় অনেক জায়গায় ঘুরে আসি। ঘুরতে খুব পছন্দ করেন অনেকে আবার ঘুরতে বেশি পছন্দ করেন না তার কাছে তার বাড়ি এবং কাজের জায়গা এই দুটো জায়গাতেই তিনি বেশি পছন্দ করেন। যারা ট্রাভেল পছন্দ করেন তারা বছরে একটা কি দুটো ট্রিপ করেই থাকেন নানান জায়গায় যেমন লাদাখ, সিকিম, দার্জিলিং।

আজকে আমরা কথা বলব একজন ব্যক্তির সম্পর্কে যিনি একটি জায়গায় বিনা পয়সায় কোন টাকা ছাড়াই ঘুরে এসেছেন দামি হোটেলে গিয়ে থেকেছেন। আপনি অবাক হবেন তার হোটেল বিল ছিল 27 লাখ টাকা। তারা সহ পরিবারের ৫ দিন ঘুরে এসেছেন কেনিয়া থেকে, তার একটা টাকাও লাগেনি।

তিনি কেনিয়ার জাতীয় সংরক্ষণঅরণ্য মাসাইবারা থেকে ঘুরে আসেন। পাঁচ দিনের জন্য তিনি সেখানে থাকেন। ল্যান্ড রোভারে করে তিনি পুরো মাসাই মারা ঘোরেন। বিলাসবহুল হোটেলে থাকা দামি দামি খাবার খাওয়া সবটাই ছিল তার বিলাসবহুল।

জানা গেছে তার এত টাকা পুরোটাই এসেছে রিওয়ার্ড পয়েন্ট থেকে বেসরকারি হোটেল সংস্থার থেকে তার পরিবারদের এই সুযোগ দেওয়া হয়। দেশ-বিদেশে ঘোরার জন্য এই হোটেল রিসর্টে থাকার জন্যে পয়েন্ট উপার্জন করা যায় এবং এই পয়েন্টগুলি পরবর্তীতে খরচ করা যায়। পয়েন্টগুলি আবার কেনাও যায়।

আরও পড়ুন,
*‘এক কোণায় চুপ করে বসেছিলেন অজয়’, এই কারনে প্রেমে পড়েছিলেন কাজল

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক