বুরেভেস্টনিকের পর এবার পুতিনের পরমাণু শক্তিচালিত ‘Poseidon’ সাবমেরিনে কাঁপছে আমেরিকা-ইউক্রেন। সমুদ্রের অতলে শত্রুকে আঘাতে সক্ষম এই ড্রোন।
বুরেভেস্টনিক মিসাইলের সাফল্যের পর আরও এক ধাপ এগোল রাশিয়া। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে সফলভাবে পরীক্ষিত হল পরমাণু শক্তিচালিত স্বয়ংক্রিয় মনুষ্যবিহীন সাবমার্সিবল যান — ‘Poseidon’ সাবমেরিন।
রুশ সংবাদমাধ্যমের দাবি, সমুদ্রের অতলে নেমে শত্রুর ঘাঁটি ভেদ করতে সক্ষম এই অত্যাধুনিক ড্রোন সাবমেরিনকে নিয়ন্ত্রণ করা হয় একটি ডুবোজাহাজ থেকে। মস্কোর সামরিক হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুতিন বলেন, “Poseidon ড্রোনটি ১০০ শতাংশ কার্যকর পরমাণু বিদ্যুৎকেন্দ্র দ্বারা চালিত। এটি সমুদ্রের গভীরে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।”
এর আগেই রাশিয়া ‘Burevestnik’ মিসাইলের সফল উৎক্ষেপণ করেছে, যা ১৫ ঘণ্টারও বেশি সময় আকাশে ভেসে থাকতে পারে এবং ১৪ হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।
প্রযুক্তি
ভারতের হাতে আসছে ‘গাণ্ডীব’ ব্রহ্মাস্ত্র, ঘন্টায় ৫৫০০ কিমি বেগে ধেয়ে ধ্বংস করবে শত্রু
এই ধারাবাহিক শক্তি প্রদর্শনে আমেরিকা এবং পশ্চিমি দেশগুলোর উদ্বেগ বাড়ছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আধিপত্য আরও দৃঢ় করতে নতুন এই প্রযুক্তি যে বড় ভূমিকা নেবে, তা স্পষ্ট করে দিয়েছে ক্রেমলিন।
প্রযুক্তি
X-59 সুপারসনিক জেট তৈরী করেছে আমেরিকা, বেগ ১৫০০ কিমি, আর কি বিশেষত্ব আছে
#Putin #PoseidonSubmarine #Russia #NuclearDrone #Burevestnik #WorldNews #UkraineWar #Moscow #MilitaryTech #GlobalTension
