This time dancer Donna Ganguly, the victim of cybercrime, Saurabh Da did not stop making fun of his wife's important post.

সাইবার অপরাধের শিকার জনপ্রিয় নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী! সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই তথ্য সকলের সামনে তুলে ধরেছেন তিনি। বর্তমান সময়ে সাইবার অপরাধের সংখ্যা যেন ক্রমাগত বেড়েই চলেছে। বিভিন্ন সেলিব্রিটিদের পেজ বা প্রোফাইল হ্যাক করার প্রবণতা রয়েছে এসব অপরাধীদের।

সেরকমই ডোনা গাঙ্গুলীর ফেসবুক প্রোফাইলটি হ্যাক করা হয়েছে। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি জানিয়েছেন, ‘আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।’ একইসাথে বলেন তিনি আর এই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।

তবে এই গুরুত্বপূর্ণ পোস্টের নীচেও কিন্তু মজা করতে ছাড়েনি তার স্বামী তথা প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, ‘কিছুক্ষণের জন্য শান্তি।’ যে বিষয়টি দেখে ভীষণই মজা পেয়েছেন অনুরাগীরা। আসলে স্ত্রীর সাথে খুনসুটি লেগেই থাকে মহারাজের।

তাইতো যে কোনো সিরিয়াস বিষয় নিয়েও মজা করতে ছাড়েন না তিনি। অন্যদিকে এই পোস্ট দেখার পর সৌরভকেও সতর্ক করেছেন নেটিজেনরা। উল্লেখযোগ্য বর্তমানে সপরিবারে ইংল্যান্ডে রয়েছেন ডোনা। প্রোফাইল হ্যাক হওয়ার পরও সেখান থেকে ছবি পোস্ট করেছেন তিনি।

এর আগে কেমব্রিজে বোট রাইডে দেখা গিয়েছিল তাদের। যদিও সেখানে দেখা যায়নি সানাকে। আর ইংল্যান্ডে পৌঁছনোর আগে আমেরিকা সফরে দেখা হয়েছিল তাদের। অন্যদিকে তাদের একমাত্র সন্তান সানা এখন লন্ডনের বাসিন্দা। সেখানকার একটি নামকরা সংস্থায় চাকরি করছেন তিনি।